জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২১ উপলক্ষে মানিকগঞ্জে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২ অক্টোবর সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই বিসিক এর উপ-ব্যবস্থাপক জাতীয় উৎপাদনশীলতা দিবস সম্পর্কে ভিডিও তথ্য চিত্রের মাধ্যমে এর তাৎপর্য বিস্তারিতভাবে তুলে ধরেন।
আগত অতিথিদের বক্তব্য শেষে জেলা প্রশাসক ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে মানিকগঞ্জ জেলায় উৎপাদনশীলতা বৃদ্ধিতে জেলা প্রশাসন থেকে সহায়ক ভূমিকা পালন করার পাশাপাশি সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসকমুহাম্মদ আব্দুল লতিফ। সভাপতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সানোয়ারুল হক।
বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (উপ-সচিব) মো. শফিকুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাসির উদ্দীন মল্লিক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইকবাল হোসেন।
উক্ত সভার পরিচালনা ও সূচনা বক্তব্য রাখেন বিসিক জেলা কার্যালয় মানিকগঞ্জের উপ-ব্যবস্থাপক মো. মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিসিক মানিকগঞ্জ হিসাব রক্ষক মো: আল আমিন।
ডেস্ক রিপোর্ট, উদ্যোক্তা বার্তা