‘বিসিকের পরিবেশ বান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে মহাপরিকল্পনা গ্রহণ’

1

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. মোশতাক হাসান বলেছেন বিসিক ২০৪১ সালে পরিবেশ বান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে মহাপরিকল্পনা গ্রহণ করেছে।

সোমবার (৬ সেপ্টেম্বর) বিসিক-এর ২০২১ সালে রাজস্বখাতে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাগণের দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন করে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিসিক প্রশিক্ষণ শাখা দুই দিনব্যাপী ওরিয়েন্টেশন কোর্সটির আয়োজন করে।

বিসিক চেয়ারম্যান বলেন, ‘শতভাগ স্বচ্ছতার মাধ্যমে ২০২১ সালে ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন পদে কর্মকর্তা নিয়োগ কার্যক্রম সম্পাদন করা হয়েছে।’

তিনি বলেন, ‘দেশে শিল্পায়নের ভিত্তি স্থাপন হয়েছে বিসিকের মাধ্যমে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালে তৎকালীন যুক্তফ্রন্ট সরকারের শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে প্রাদেশিক আইন পরিষদে আইন পাশের মাধ্যমে বিসিক (তৎকালীন ইপসিক) প্রতিষ্ঠা করেন।’

‘বিসিক ২০৪১ সালে পরিবেশ বান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে মহাপরিকল্পনা গ্রহণ করেছে। নবীন কর্মকর্তাদের কর্মনিষ্ঠা ও কর্মদক্ষতার মাধ্যমে ২০৪১ সালে পরিবেশবান্ধব শিল্পসমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণে বিসিক কর্মকর্তাদের অগ্রণী ভূমিকাপালন করতে হবে।’

তিনি নবীন কর্মকর্তাগণকে দেশপ্রেম নিয়ে নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্বপালন করার আহ্বান জানান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিসিক মহাব্যবস্থাপক (বিপণন)
অখিল রঞ্জন তরফদার, বিসিক মহাব্যবস্থাপক ও অধ্যক্ষ বিসিক প্রশিক্ষণ ইনস্টিটিউট (বিটিআই) প্রকৌশলী মো. শফিকুল আলম।

পরিচালক (অর্থ) স্বপন কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ) নেপাল চন্দ্র কর্মকার, পরিচালক (প্রকৌশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী, বিসিক সচিব মো. মফিদুল ইসলাম।

এছাড়াও বিসিক প্রশিক্ষণ শাখার ব্যবস্থাপক লায়লা জেসমিন, কর্মব্যবস্থাপনা শাখার ব্যবস্থাপক স্নিগ্ধা রায়সহ বিসিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উদ্যোক্তা বার্তা রিপোর্ট

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here