HomeUncategorizedকর্মীদের বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা সেবায় পলিসি আনলো সুপার স্টার গ্রুপ

কর্মীদের বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা সেবায় পলিসি আনলো সুপার স্টার গ্রুপ

সুপার স্টার গ্রুপের (এসএসজি) কর্মীদের বিনামূল্যে ক্যান্সারের চিকিৎসা দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রতিষ্ঠানটি ঘোষণা দিয়েছে পলিসি, যা হলো “ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসি।”। সিএসআর কার্যক্রমের একটি অংশ হিসেবে আব্দুর রহিম মেমোরিয়াল ট্রাস্টের প্রকল্প এটি। ভিন্নধর্মী এই পদক্ষেপটি পরিচালিত হবে মোহাম্মদ ইব্রাহিম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের অধীনে।

বুধবার (০১ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তেজগাঁও এসএসজি সেন্টারে ক্যান্সার ট্রিটমেন্ট সাপোর্ট পলিসির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চেয়ারম্যান মো. জালাল উদ্দিন, ম্যানেজিং ডিরেক্টর মো. হারুন অর রশিদ, এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. তোফায়েল আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর শেখ সাদী আবদুল মজিদ, সি এফ ও মোহাম্মদ আমিনুল ইসলাম , হিউম্যান রিসোর্স ডিরেক্টর খন্দোকার গোলাম আজমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments