মিরপুরের বেনারসি এসেছে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালে

0

বিয়ের সাজে বাঙালী নারী আর তার পরনে বেনারসি। বেনারসির কথা আসতেই যেন এমনই একটি ছবি ভেসে উঠে আমাদের দৃশ্যপটে।

সৃষ্টিকর্মের প্রাণে বেনারসি মানেই টুকটুকে লাল, রাণী-গোলাপী, সবুজ, নীলসহ বাহারি রঙের উপর জরী সুতোর কারুকাজ।

১৯৩০ এর দশকে বাংলাদেশের পুরান ঢাকার বেচারাম দেউরীতে বেনারসি শাড়ি শিল্পের উৎপত্তি ঘটেছিল। ১৯৪৭ সালের দেশভাগের পর সদরঘাট, ইসলামপুর, নীলক্ষেতে শুরু হয় এর মূখর পদচারণা।

আশির দশককে বলা হয় বেনারসি শাড়ীর স্বর্ণদশক। হোসেন মার্কেটের মিয়াসাহেব বাঙালীদের মধ্যে প্রথম বেনারসি কারখানা গড়ে তোলেন। একটা নির্দিষ্ট সময় পর মূলত মিরপুর এলাকাই এই বেনারসী পল্লী হিসেবে গ্রহণযোগ্যতা পায়।

হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালের ৪৭টি স্টলের মাঝে একটি কর্ণার যেন হয়ে উঠেছে আলো ঝলমলে এই বেনারসির প্রদর্শনীতে। দর্শনার্থীরা এক ঝলক দেখার জন্য যুক্ত হচ্ছেন এই ফেস্টিভালের বেনারসি কর্ণারে। যেখানে সরাসরি তারা জানছেন এই শিল্পের সাথে জড়িতদের শৈলী ও সৃজনশীলতাকে।

সাদিয়া রশ্নি সূচনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here