ভ্রমণকন্যা-Travelettes of Bangladesh, বাংলাদেশের সর্বপ্রথম ও জনপ্রিয় নারী ভ্রমণ সংগঠন। সংগঠনটি তাদের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজন করে ৭দিন ব্যাপী ট্রাভেল ফেস্ট এবং ফটোগ্রাফি এক্সিবিশনের৷
বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ফটোগ্রাফারদের পাঠানো ৪৫০০ ছবির মধ্যে ১৫০টি ছবি বাছাই করে তা প্রদর্শিত হয়। ১ আগস্ট থেকে ৭ আগস্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা ভবনের ৬ ও ৭ নম্বর গ্যালারিতে এসব বাছাইকৃত ছবির প্রদর্শনী হয়।
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে জাতির জনকের সম্মানে ছিল বঙ্গবন্ধু কর্নার। সেই সাথে প্রদর্শিত হয় ভ্রমণ বিষয়ক চলচ্চিত্র এবং অংশগ্রহণমূলক কর্মশালা। উন্মোচন করা হয় “ভ্রমণকণ্যা” ম্যাগাজিনের পঞ্চম সংস্করণ। এবারের আয়োজন সাজানো হয়েছিল বেশ কিছু ভ্রমণ বিষয়ক মজার এক্টিভিটিজ দিয়ে।
৭ আগস্ট সমাপনী অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি, এমপি এবং পরিকল্পনামন্ত্রী এম. এ. মান্নান, এমপি, সংস্কৃতি প্রতিমন্ত্রী কে. এম. খালিদ, এমপি এবং সংস্কৃতি সচিব খালিদ আহমেদ।
শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি ফটোগ্রাফি ও রাইটিং প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
সমাপনী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল জনপ্রিয় ব্যান্ড জলের গানের পরিবেশনা। ৭ দিন ব্যাপী এই আয়োজনে ৩ হাজারের বেশি ভ্রমণ ও ফটোগ্রাফিপ্রেমী অংশগ্রহণ করেন।
ডা. মানসী সাহা ও ডা. সাকিয়া হকের হাত ধরে ভ্রমণকণ্যা- Traveletts of Bangladesh প্রতিষ্ঠিত হয় ২০১৬ সালের ২৭ নভেম্বর। “Empower Women Through Travelling” নীতিবাক্য শুরু হওয়া ভ্রমণকণ্যা আজ প্রায় ৭৪ হাজার নারীর পরিবার। যারা সৃষ্টি করছে নারীদের জন্য ভ্রমণের এক নতুন অভিজ্ঞতা, আয়োজন করছে নারীদের জন্য নিরাপদ ভ্রমণের৷
রওনক তাবাসসুম ছুটি
উদ্যোক্তা বার্তা