বন্দর নগরী চট্টগ্রামে তিনদিনব্যাপী চলছে কে এস ক্যাটারিং হাইার প্রেজেন্ট ‘ওয়েডিং ফেস্টিভাল ২০১৯’ শুরু হচ্ছে। আয়োজকরা বলছেন দর্শনার্থীদের দারুণ সাড়া পাচ্ছেন তারা।
চিটাগং লাউঞ্চ গোলপাহাড় মোড়ে আয়োজিত এ বিয়ে মেলা শনিবার (২০ জুলাই) পর্যন্ত চলবে।মেলায় থাকছে ২০টি স্টল।সকল নারী উদ্যোক্তারা তাদের নিজেদের প্রসাধনী নিয়ে তাদের স্টল সাজিয়েছেন।
এছাড়াও মেলায় দেশীয় পণ্যের দেখা মিলছে, পাটের জুতা, পাটের ব্যাগ, শাড়ি, গহনা, থ্রি পিস।
উদ্যোক্তা ফারহানা রবি বলেন, ঈদকে সামনে রেখে নতুন নতুন কালেকশন রেখেছেন, হোমডেকর,
বেট কাভার, চাদর, মেয়ে সালোয়ার, বিভিন্ন ধরনের ব্লক প্রিন্টের এর ডিজাইন তাদের স্টলে তাদের স্টলে শোভা পাচ্ছে।
মেলার উদ্যোক্তা কে এস ক্যাটারিংয়ের সত্ত্বাধিকারী কামরুন নাহার উদ্যোক্তা বার্তাকে বলেন, আমি নারীদের জন্য কাজ করতে চাই৷ এ বছর ৩টি ভিন্ন মেলা করেছি, ছোট পরিসরে মেলা করার কারণ অনেক নারী উদ্যোক্তারা আছেন যারা নিজেরা কিছু করতে চান কিন্তু সাহস করতে পারেন না।
তিনি বলেন, আমি মনে করি নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে পারব।
ছবি ও রিপোর্ট: কোরবান আষাঢ়