ঢাকায় বিসিক কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

0

রাজধানীতে শুরু হল বিসিক ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের আয়োজনে বিসিকের নতুন কর্মকর্তাদের বুনিয়াদি প্রশিক্ষণ“ শীর্ষক ১৯ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা।

রোববার সকালে উত্তরায় ক্ষুদ্র ও কুটির শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট স্কিটি মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আবদুল হালিম।

আগামী ১৭ অক্টোবর পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। মোট ৪টি ব্যাচে ১শ জন কর্মকর্তাকে এ প্রশিক্ষণ দেবে বিসিক এবং প্রিজম প্রকল্প।

এ প্রশিক্ষণে বিসিকের ২৫ জন কর্মকর্তা অংশ গ্রহণ করছেন। বিসিকের নতুন কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিকের চেয়ারম্যান মো. মোশতাক হাসান, প্রিজম প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান, স্কিটির অধ্যক্ষ মো. শফিকুল আলম ও প্রিজম প্রকল্পের টিম লিডার আলী সাবেতসহ শিল্প মন্ত্রণালয়, বিসিক, স্কিটি ও প্রিজম প্রকল্পের কর্মকর্তারা।

ডেস্ক রিপোর্ট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here