লিয়া’স বিউটিবক্স এর আয়োজনে লাক্সি প্রি ঈদ-উল-আযহা কার্নিভ্যাল ২০২২ অনুষ্ঠিত হয়েছে। জুলাই মাসের প্রথম দু’দিন অনুষ্ঠিত মেলায় দেশীয় পণ্য, বিলাস সামগ্রী আর হাতে তৈরি খাদ্যসামগ্রী নিয়ে উদ্যোক্তারা তাদের উদ্যোগ প্রদর্শন করেছেন।
পঞ্চান্ন জন উদ্যোক্তাকে নিয়ে মেলাটির আয়োজন করেন এম. এম মোস্তাফা নাবি ফাইয়াজ।
উদ্যোক্তা বার্তাকে তিনি বলেন, আমার সহর্ধমিনীসহ এই ধরনের ইভেন্টের আয়োজন করে থাকি। ঈদ-উল- আযহা যেহেতু সামনে, সেই চিন্তা থেকেই এবারের মেলাটি আয়োজন করেছি। একই ছাদের নিচে দেশী-বিদেশী পণ্য নিয়ে ৫৫ জন উদ্যোক্তা একত্রিত হয়েছেন।
তিনি জানান, সামনে যেহেতু ঈদ-উল-আযহা- তাই সব ধরনের পণ্যের পাশাপাশি কুরবানির জন্য গবাদি পশু প্রদর্শনের ব্যবস্থাও করেছি।
‘মেলায় এসে ক্রেতারা কুরবানির পশু ক্রয় করার তথ্য পেয়েছেন। বাচ্চা আর পরিবার নিয়ে ভালো পরিবেশে তারা আমাদের হাটে গিয়ে কুরবানির পশু কিনতে পারবেন,’ বলে জানান তিনি।
আফসানা অভি
উদ্যোক্তা বার্তা