‘ষড়ঋতুর বাংলাদেশ’ – শিরোনামে দেশজ ক্রাফটস এর আয়োজনে চলছে সিগনেচার পণ্য প্রদর্শনী। বিজয়ের মাসে দেশজ ক্রাফটস এর ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষ্যে ৪র্থ বারের মতো এই আয়োজন করেছে সংগঠনটি।
দেশজ ক্রাফটস প্রতিবছর ২টি উৎসবের আয়োজন করে থাকে। ইতিমধ্যে ৬টি মেলা এবং ৪টি সিগনেচার পণ্যের প্রদর্শনীর আয়োজন করেছে দেশজ ক্রাফটস। সিগনেচার পণ্যের প্রদর্শনীতে প্রতিবছরই বেশ ভালো সাড়া পায় সংগঠনটি।
এবারের আয়োজনে সেরা ১৪ জন উদ্যোক্তা তাদের সিগনেচার পণ্য নিয়ে এসেছেন। রাজধানীর ধানমন্ডির ৪ নম্বর সড়কে সফিউদ্দিন শিল্পালয়ে গত রোববার প্রদর্শনী শুরু হয়েছে। প্রদর্শনীটির উদ্বোধন করেন চিত্রশিল্পী আবদুল মান্নান ও আবৃত্তিকার জয়ন্ত রায়।
সেরা ১৪ জন উদ্যোক্তার সিগনেচার পণ্য নিয়ে এই প্রদর্শনী প্রসঙ্গে উদ্যোক্তা ও আয়োজক নিশাত মাসফিকা জানান, “দেশীয় পন্যের প্রতি ভালোবাসা থেকেই আমাদের এই উদ্যোগ। দেশজ ক্রাফটস বরাবরই দেশিয় ঐতিহ্যকে প্রাধান্য দিয়েছে। আর তাই এই ধরনের প্রদর্শনীর মাধ্যমে আমরা আমাদের আরও প্রচার ও প্রসার করতে পারছি।”
প্রদর্শনীতে অংশ নেয়া ১৪ টি উদ্যোগের পিছনে রয়েছে ১৪টি ভিন্ন গল্প, এক একটি গল্প যেন ফুটে উঠে তাদের তৈরি পণ্যে। প্রদর্শনীতে ১৪ উদ্যোক্তার যেসকল ‘সিগনেচার’ পণ্য পাওয়া যাচ্ছে – ভেজিটেবল ডাই, ব্লকপ্রিন্ট, খাদি, নকশিকাঁথা, এমব্রয়ডারি, কাঁসা-পিতল, পাট, পাহাড়ি পণ্য, হাতে তৈরি গয়না,মাটির জিনিসপত্র, হাতে আঁকা পোশাক, ঘর সাজানোর পণ্য প্রদর্শিত হচ্ছে।
অংশগ্রহণকারী উদ্যোগগুলো হলো চারুদিয়া, জাদুরহাট, শ্যামা লাইফস্টাইল, দয়ীতা, তাহার, লিটল ক্রিয়েশন অব আফরিন, যারিন’স ক্রিয়েশন, সিম্ফনি অব বিডস, হডক, রিয়া’স ক্রিয়েশন, বক্স অব অর্নামেন্টস, এফ জেড কালেকশন, লেইসফিতা ও বি বাসিনী।
২০২০ সালের ৭ ডিসেম্বর ‘বিশ্বে দেশের ঐতিহ্য’ স্লোগানে যাত্রা শুরু করে দেশজ ক্রাফটস, জানালেন এর প্রতিষ্ঠাতা নিশাত মাসফিকা। সেই থেকে দেশিয় পণ্যের প্রসারে নিজ চেষ্টায় কাজ করে যাচ্ছেন তিনি।
উদ্যোক্তাদের উন্নয়ন, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, সেমিনার ও সঠিক গাইডলাইন দেয়ার পাশাপাশি বছরে ২টি এক্সিবিশনের আয়োজন করছে নিশাত মাসফিকার দেশজ ক্রাফটস।
প্রদর্শনী ১ ডিসেম্বর শুরু হয়ে চলবে আগামীকাল ৭ ডিসেম্বর পর্যন্ত। ধানমন্ডি ৪ নাম্বারে ২১/এ বাড়িতে সফিউদ্দিন শিল্পালয়ে এই প্রদর্শনী সকলের জন্য উম্মুক্ত।
সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা