Homeউদ্যোক্তা মেলা২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সেরা প্যাভিলিয়ন 'নাভানা ফার্নিচার'

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সেরা প্যাভিলিয়ন ‘নাভানা ফার্নিচার’

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫-এ ‘সেরা প্যাভিলিয়নে’র পুরস্কার অর্জন করেছে নাভানা ফার্নিচার লিমিটেড। এর আগে, গত দুই বছর ‘সেরা ফার্নিচার নির্মাতা’ এবং তার আগের বছর ‘সেরা প্যাভিলিয়নে’র পুরস্কার অর্জন করে প্রতিষ্ঠানটি।

গতকাল শুক্রবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারের মাল্টিপারপাস হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. হাফিজুর রহমান এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রহিম। সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। অনুষ্ঠানে নাভানা ফার্নিচারের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ামিন রিখু পুরস্কার গ্রহণ করেন।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর মূল্যায়নের ভিত্তিতে এই পুরস্কার প্রদান করা হয়। নাভানা ফার্নিচারের এবারের প্যাভিলিয়ন ছিল আধুনিক স্থাপত্যশৈলী ও ইনোভেটিভ ডিসপ্লের সংমিশ্রণে নির্মিত। এখানে দর্শনার্থীরা পেয়েছেন নতুন ডিজাইনের ফার্নিচার, আধুনিক আরামদায়ক সেটআপ এবং অত্যাধুনিক লাইটিং ও ডিসপ্লে সিস্টেমের অভিজ্ঞতা।

নাভানা ফার্নিচারের প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ামিন রিখু বলেন, ‘এই পুরস্কার আমাদের জন্য বিশাল অনুপ্রেরণা। গ্রাহকদের সর্বোচ্চ মানসম্পন্ন ও নতুন ডিজাইনের পণ্য দেওয়ার জন্য আমরা কাজ করে যাচ্ছি। ধারাবাহিকভাবে চারবারের মতো পুরস্কার অর্জন আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল।’

পুরস্কার অর্জনের আনন্দ ভাগাভাগি করতে এবং ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে নাভানা ফার্নিচার তাদের চলমান নতুন বছরের ক্যাম্পেইনের মেয়াদ আরও ১০ দিন বাড়ানোর ঘোষণা দিয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments