Homeস্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের ভিওন

স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট আনছে বাংলালিংকের ভিওন

আমরা এমন এক সময়ে বাস করছি, যেখানে ইন্টারনেটের গতি এবং কানেক্টিভিটি কেবল প্রযুক্তির চেয়ে বেশি কিছু। এটি এখন আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। আর সেই সংযোগের ভবিষ্যৎ নিয়ে আসছে ইলন মাস্কের স্টারলিংক এবং ভিওন লিমিটেড।

ভিওন লিমিটেড একটি আন্তর্জাতিক টেলিকম প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় দুবাইয়ে অবস্থিত। প্রতিষ্ঠানটি ২০০৯ সাল থেকে বাংলাদেশের মোবাইল অপারেটর বাংলালিংকের মূল প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে। বিশ্বের ৯টি দেশে কার্যক্রম পরিচালনাকারী ভিওন তাদের উন্নত টেলিকম সেবা এবং ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নতুন দিগন্ত উন্মোচন করে আসছে।

স্টারলিংক, যা ইলন মাস্কের স্পেসএক্সের একটি প্রকল্প, ২০১৯ সালে প্রথম স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালু করে। বর্তমানে এটি ৫০টিরও বেশি দেশে কাজ করছে এবং নিম্ন কক্ষপথে (Low Earth Orbit) অবস্থানরত স্যাটেলাইটের মাধ্যমে প্রত্যন্ত এলাকায় উচ্চগতির ইন্টারনেট সেবা সরবরাহ করে আসছে।

বাংলাদেশে ইন্টারনেট সংযোগের উন্নতি ঘটাতে ভিওন এবং স্টারলিংক একত্রে কাজ করার উদ্যোগ নিয়েছে। তাদের লক্ষ্য, দেশের প্রত্যন্ত অঞ্চলেও দ্রুতগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া।

স্টারলিংকের স্যাটেলাইট সরাসরি ইন্টারনেট সিগন্যাল পাঠাবে। সেই সিগন্যাল ভিওনের টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলগুলোতে পৌঁছানো হবে। এই প্রযুক্তি ইন্টারনেটের গতি বাড়ানোর পাশাপাশি, দুর্যোগকালীন সময়ে দুর্গম অঞ্চলে জরুরি যোগাযোগ সহজতর করবে এবং শিক্ষা, স্বাস্থ্য ও ব্যবসায়িক কার্যক্রমেও নতুন সম্ভাবনা সৃষ্টি করবে।

ভিওন ইতোমধ্যে ইউক্রেনে স্টারলিংকের সঙ্গে কাজ করে স্যাটেলাইট-টু-সেল টেক্সট মেসেজিং সেবা চালু করেছে। অল্প সময়ের মধ্যেই এই সেবা ভয়েস এবং ডেটা সেবার জন্যও ব্যবহার করা হবে। বাংলাদেশের জন্য এটি হবে একটি মাইলফলক, যা ডিজিটাল প্রযুক্তির নতুন দিগন্ত উন্মোচন করবে।

স্টারলিংক ও ভিওনের এই অংশীদারিত্ব বাংলাদেশের ডিজিটাল রূপান্তরে একটি বড় ভূমিকা রাখবে। এটি দেশের প্রত্যন্ত এলাকাগুলোকে ইন্টারনেট সংযোগের আওতায় এনে একটি নতুন ডিজিটাল যুগের সূচনা করবে।

প্রযুক্তির এই অগ্রগতির মাধ্যমে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে। ইলন মাস্কের স্টারলিংক ও ভিওন লিমিটেড মিলে তৈরি করবে এক উজ্জ্বল ভবিষ্যৎ।

হাবিবুর রহমান, উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments