শেষ হলো ‘তরুণ উদ্যোক্তা পণ্য মেলা’। এ মেলায় শ্রেষ্ঠ স্টল ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন ৫জন উদ্যোক্তা।
সোমবার সন্ধ্যায় ধানমন্ডির ২৭ নম্বরের ওমেনস ভলান্টারি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিএ) মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা দেয়া হয়।
বাংলাদেশ ইয়ুথ এন্টারপ্রাইজ অ্যাডভাইস এন্ড হেল্পসেন্টারের (বিইয়া) আয়োজন করেন।
যারা পেলেন সম্মাননা
১.ড চিং চিং (ফিনারী)
২.জান্নাত সুলতানা (সিজনস বুটিকান)
৩.সাইফুল্লাহ আল মাহদী ( টেক ডেকোর বাংলাদেশ)
৪.আখি আক্তার মিলি (নকশী বিউটি পার্লার ফ্যাশন হাউজ এন্ড ট্রেনিং সেন্টার)
৫.লিপি আক্তার (প্রকৃতি হ্যান্ডিক্রাফট)
এছাড়াও মেলায় অংশগ্রহণকারী সব উদ্যোক্তা পেয়েছেন শুভেচ্ছা স্মারক।
‘তরুণ উদ্যোক্তাদের পণ্য মেলা’র টেলিভিশন ব্রডকাস্ট পার্টনার উদ্যোক্তা চ্যানেল আই , অনলাইন পার্টনার বার্তা বাজার ও উদ্যোক্তা বার্তা, ফটোগ্রাফী পার্টনার কে এম এ তাহের, মেকওভার পার্টনার আদেলা মেকওভার সেলুন, এসএমই অনলাইন মার্কেট পার্টনার ঐক্যডটকমডটবিডি।
খাদিজা ইসলাম স্বপ্না