Homeউদ্যোক্তা গবেষণা ও উদ্ভাবনরাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টার্টআপ ‘BIKO ALL IN ONE’ পেল ১০ লাখ টাকার...

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্টার্টআপ ‘BIKO ALL IN ONE’ পেল ১০ লাখ টাকার অনুদান

উদ্যোক্তা হিসেবে দারুণ অগ্রগতি দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবনী স্টার্টআপ BIKO ALL IN ONE সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের iDEA প্রজেক্ট থেকে ১০ লাখ টাকার অনুদান পেয়েছে।

BIKO ALL IN ONE স্টার্টআপটির প্রতিষ্ঠাতা আবু রাকেশ জয়। এটি একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দক্ষতা-ভিত্তিক অনলাইন শিক্ষা ও ক্যারিয়ার গাইড, লোকজ পণ্য ও ই-কমার্স সেবা, বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক কনটেন্ট, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ—সব এক ছাতার নিচে। এর মূল স্লোগান—”স্বপ্নকে উদ্ভাবন কর”।
এই অনুদানের লক্ষ্য হলো—বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে বিশ্বদর্শনে তুলে ধরা এবং দেশের তরুণদের মধ্যে উদ্ভাবনী চেতনা ছড়িয়ে দেওয়া।

স্টার্টআপটির সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও (প্রযুক্তি প্রধান) রাকিবুল ইসলাম, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, BIKO-এর কারিগরি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার দিকগুলোতে নেতৃত্ব দিয়েছেন।

রাজশাহীর এই তরুণ উদ্যোক্তাদের সাফল্য প্রমাণ করে, রাজধানীর বাইরেও উদ্ভাবন ও উদ্যোগের অপার সম্ভাবনা রয়েছে। তাদের এই পথচলা দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। সাহস, চিন্তা আর দলগত প্রচেষ্টা থাকলে, রাজশাহীর মতো শহর থেকেও শুরু হতে পারে বিশ্বজয়ের যাত্রা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments