উদ্যোক্তা হিসেবে দারুণ অগ্রগতি দেখিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের উদ্ভাবনী স্টার্টআপ BIKO ALL IN ONE সম্প্রতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের iDEA প্রজেক্ট থেকে ১০ লাখ টাকার অনুদান পেয়েছে।
BIKO ALL IN ONE স্টার্টআপটির প্রতিষ্ঠাতা আবু রাকেশ জয়। এটি একটি ব্যতিক্রমধর্মী ডিজিটাল প্ল্যাটফর্ম, যেখানে দক্ষতা-ভিত্তিক অনলাইন শিক্ষা ও ক্যারিয়ার গাইড, লোকজ পণ্য ও ই-কমার্স সেবা, বাংলাদেশের ঐতিহ্যভিত্তিক কনটেন্ট, ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ—সব এক ছাতার নিচে। এর মূল স্লোগান—”স্বপ্নকে উদ্ভাবন কর”।
এই অনুদানের লক্ষ্য হলো—বাংলাদেশের সংস্কৃতি ও প্রতিভাকে বিশ্বদর্শনে তুলে ধরা এবং দেশের তরুণদের মধ্যে উদ্ভাবনী চেতনা ছড়িয়ে দেওয়া।
স্টার্টআপটির সহ-প্রতিষ্ঠাতা ও সিটিও (প্রযুক্তি প্রধান) রাকিবুল ইসলাম, যিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, BIKO-এর কারিগরি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি ওয়েব ও অ্যাপ ডেভেলপমেন্ট এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা উন্নত করার দিকগুলোতে নেতৃত্ব দিয়েছেন।
রাজশাহীর এই তরুণ উদ্যোক্তাদের সাফল্য প্রমাণ করে, রাজধানীর বাইরেও উদ্ভাবন ও উদ্যোগের অপার সম্ভাবনা রয়েছে। তাদের এই পথচলা দেশের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠবে। সাহস, চিন্তা আর দলগত প্রচেষ্টা থাকলে, রাজশাহীর মতো শহর থেকেও শুরু হতে পারে বিশ্বজয়ের যাত্রা।