বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী ‘বিসিক ঈদ মেলা-২০২৫’ আজ থেকে শুরু হয়েছে।
রাজধানীর মতিঝিলে বিসিক ভবনের নিচতলায় অনুষ্ঠিত এই মেলার শুভ উদ্বোধন করেন বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।
১৬ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত চলমান এ মেলায় দেশীয় কুটির ও ক্ষুদ্র শিল্পজাত পণ্যের সমাহার থাকছে। মেলায় মোট ৫২টি স্টল অংশগ্রহণ করছে, যেখানে পাওয়া যাবে শাড়ি, থ্রি-পিস, বাচ্চাদের পোশাক, পাটজাত পণ্য, চামড়াজাত পণ্য, নকশিকাঁথা ও হস্তশিল্পজাত বিভিন্ন আকর্ষণীয় সামগ্রী। এছাড়াও, খাঁটি মধুসহ নানা স্বদেশী পণ্য ক্রেতাদের জন্য উন্মুক্ত থাকবে।
বিসিক চেয়ারম্যান তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, “দেশীয় ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন ও প্রসারে বিসিক সবসময় কাজ করে যাচ্ছে। এ মেলার মাধ্যমে দেশীয় উদ্যোক্তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি ক্রেতাদের কাছে তুলে ধরার সুযোগ পাচ্ছেন, যা স্থানীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিসিক, ঢাকার আঞ্চলিক পরিচালক ড. মোঃ আলমগীর হোসেন, বিসিকের পরিচালক (বিপণন, নকশা ও কারুশিল্প) খন্দকার মুঃ মুশফিকুর রহমান, বিসিকের মহাব্যবস্থাপক (বিপণন) মোঃ জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শনার্থী ও ক্রেতাদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।