Homeপৌষ সংক্রান্তিতে ঢাবিতে দ্বিতীয়বারের মতো ঘুড়ি উৎসব

পৌষ সংক্রান্তিতে ঢাবিতে দ্বিতীয়বারের মতো ঘুড়ি উৎসব

পুরান ঢাকার ঐতিহ্যবাহী সাকরাইন উৎসবকে উদযাপন করতে আজ মঙ্গলবার (১৪ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত দ্বিতীয়বারের মতো হলো ‘ঢাকা বিশ্ববিদ্যালয়স্থ ঢাকা জেলা ছাত্রকল্যাণ পরিষদ’ (ডুসাড) আয়োজিত “ঘুড়ি উৎসব ১৪৩১”। 

আজ বেলা ১২:৩০ মিনিটে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়।

শোভাযাত্রাটি ঢাবির কেন্দ্রীয় খেলার মাঠ থেকে শহীদ মিনার, টিএসসি হয়ে আবার কেন্দ্রীয় খেলার মাঠে ফিরে আসে।

দিনব্যাপী এই উৎসবে ছিলো ঘুড়ি বোকাট্টা, পৌষমেলা এবং সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানা আয়োজন।

সকাল ১০টা থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত চলে ঘুড়ি বোকাট্টা। ঐতিহ্যবাহী পৌষমেলায় ছিল পুরান ঢাকার চা-বাখরখানি, পিঠা-পুলি, কাস্টমাইজড গয়না, ক্রাফট ও পোশাকের স্টল।

দর্শনার্থীদের জন্য ছিল নাগরদোলা ও ঘোড়ার গাড়ি।

দুপুর ২টায় উদ্বোধনী ও আলোচনা সভার পর বিকেল ৪টা ৩০ মিনিটে  শুরু হয় ঘুড়িবাজ পুরস্কার বিতরণী। সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক পরিবেশনা, ছিল বাউল গান ও জনপ্রিয় কাওয়ালি ব্যান্ড সিলসিলার পরিবেশনা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মো. নাহিদ ইসলাম এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন।

এছাড়া ডুসাড-এর শিক্ষক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম এবং অধ্যাপক ড. নুসরাত ফাতেমা উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই বর্ণিল আয়োজন বেশ জমে উঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments