পরিবেশবান্ধব বহুমুখী পাটপণ্য সকলের হাতে পৌঁছে দিতে দ্বিতীয়বারের মতো সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের উদ্যোগে (জেডিপিসি) আয়োজনে বহুমুখী পাট পণ্যের মেলা শুরু হয়েছে।
রাজধানীর মতিঝিলের করিম চেম্বারে রোববার থেকে শুরু হওয়া এই পাটপণ্যের একক মেলা চলবে পহেলা আগস্ট পর্যন্ত।মেলা চলবে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
মেলার প্রথমদিনেই বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) নির্বাহী পরিচালক রীনা পারভীন প্রতিটি স্টল ঘুরে দেখেন।
মেলায় মোট ৩৩টি স্টলে পাটের তৈরি কাগজ, অফিস সরঞ্জাম, বিভিন্ন ধরনের ব্যাগ, পাটের সুতা, নার্সারি পণ্য, হোম টেক্সটাইল, পরিধেয় বস্ত্র, বিভিন্ন ধরণের শো-পিস, গৃহস্থালি সামগ্রী ও বাহারি পণ্য স্থান পেয়েছে।
২০০২ সালে জেডিপিসি প্রতিষ্ঠার পর থেকে বহুমুখী পাটপণ্য শিল্পস্থাপনে উদ্যোক্তাদের নতুন নতুন প্রযুক্তি সরবরাহ, প্রশিক্ষণ ও বিপণনসহ সব ধরনের সহায়তা প্রদান করে আসছে।
মো.হৃদয় সম্রাট