দেশের আটটি বিভাগে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল পালন করাসহ হ্যান্ডলুমের জন্য আলাদা করে দিবস কিংবা সপ্তাহ চান আয়োজকরা।
বুধবার বিকেলে হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যালের উদ্বোধনী দিনে প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের উপস্থিতিতে এই ইচ্ছা প্রকাশ করেন এ্যাসোসিয়েশন অব ফ্যাশন ডিজাইনার্স অব বাংলাদেশের (এএফডিবি) প্রেসিডেন্ট মানতাশা আহমেদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
তিনি বলেন, হেরিটেজ ফেস্টিভ্যালের দ্বিতীয় আসর এটা, এখানে বিভিন্ন প্রকার দেশীয় ডিজাইনার এবং উদ্যোক্তারা সমবেত হয়েছে। আমরা তাদের ধন্যবাদ জানাই। আমরা এ মেলার মাধ্যমে সরকারের কাছে ৫ টি বিষয়ের জন্য অনুরোধ করতে চাই, তা হলো আমরা এই মেলা যেন আমরা জাতীয় পর্যায়ে নিয়ে যেতে চাই। দেশের আটটি বিভাগে যেন আমরা এই মেলা পালন করতে পারি, এরসঙ্গে সরকারিভাবে আমরা হ্যান্ডলুম দিবস বা সপ্তাহ চাই।
মানতাশা আহমেদ বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যেন তাঁতপণ্য সাজানো থাকে৷ যাতে করে বিদেশি পর্যটক যখন দেশে আসে তখন বিষয়টি তাদের আকৃষ্ট করবে এবং বাংলাদেশের ভাবমূর্তি বড় হবে।
ফেস্টিভ্যালটি সবার জন্য উন্মুক্ত। ফেস্টিভ্যাল প্রতিদিন সকাল ১০ টা হতে রাত ৮ টা পর্যন্ত চলবে। শুধুমাত্র বৃহস্পতিবার মেলার দ্বিতীয় দিন সকাল ১০ টা হতে দুপুর ২ টা পর্যন্ত শুধুমাত্র বিদেশী মিশনের কূটনীতিক ও বিদেশী অতিথিদের জন্য নির্ধারিত থাকবে।
এবারের হেরিটেজ হ্যান্ডলুম ফেস্টিভ্যাল-২০১৯ এ ৪৫ টি স্টলে ঐতিহ্যবাহী বিভিন্ন ধরনের তাঁত ও কারুপণ্য যেমন: নকশি কাঁথা, বেনারসি শাড়ি, টাঙ্গাইল শাড়ি, জামদানি শাড়ি, সিরাজগঞ্জ শাড়ি-লুঙ্গী-গামছা, মণিপুরী কাপড়, রাঙ্গামাটির চাকমাসহ অন্যান্যদের কাপড়, খাদি, রাজশাহী সিল্ক, পাটজাত পণ্য, শতরঞ্জি পণ্য, বাঁশ-বেত পণ্য, পটচিত্র প্রদর্শিত ও বিক্রয় করা হচ্ছে।
এ ফেস্টিভ্যালের মাধ্যমে তাঁত পণ্য প্রস্তুতকারক, শীর্ষস্থানীয় ডিজাইনার এবং ক্রেতাদের মধ্যে সংযোগ স্থাপন করার উদ্যোগ নেয়া হয়েছে।
হৃদয় সম্রাট