Homeউদ্যোক্তা সফলতাতাহসানের স্ত্রী উদ্যোক্তা রোজা কে নিয়ে যা লিখলেন খ্যাতিমান তরুন উদ্যোক্তা জুয়েল

তাহসানের স্ত্রী উদ্যোক্তা রোজা কে নিয়ে যা লিখলেন খ্যাতিমান তরুন উদ্যোক্তা জুয়েল

উদ্যোক্তা রোজা কে আমি চিনতাম না। এমন কি অনেকে ই চিনতেন না। তাহসান ভাইর সাথে তার বিয়ে হবার পর অন্যদের মতো আমিও স্টাডি করতে শুরু করি কে এই রোজা যিনি তাহসানের মতো একজন পুরুষ কে মুগ্ধ করতে পেরেছেন।

পড়ার পর মনে হলো এই মেয়ের জীবনী নারী পুরুষ যে কোন উদ্যোক্তার ই পড়া উচিত। তার জার্নি থেকে অনেক কিছু ই শেখার আছে আমাদের। স্কুল বয়সে বাবা কে হারিয়ে কিভাবে রক্ষণশীল একটি পরিবার থেকে একের পর এক লড়াই করে বরিশাল থেকে ঢাকা তারপর সুদূর আ-ম্রিকা পর্যন্ত তার বিজনেস এর বিস্তৃতি ঘটিয়েছেন।

সততা আদর্শ অদম্য ইচ্ছা শক্তি ও লক্ষ্য কে স্থির রেখে তিনি এগিয়ে গিয়েছেন ক্রমশ।

জীবনের খারাপ সময়ে কাছের মানুষজনও বিয়ের দাওয়াত দিতে ভুলে যায়, এই কথাটা রোজার একটি লেখার মধ্যে উঠে এসেছে। রোজার বাবার মৃত্যুর পর এক বিয়ের অনুষ্ঠানে বাডির সবাই উৎসব করছে, কিন্তু তাদের কে দাওয়াত দেয়া হয় নি, অথচ সেই পরিবারের জন্য ই তার বাবা কতো কিছু করেছেন।

এটি শুধু রোজা ও তার পরিবারে গল্প নয়, এটি আমাদের সকলের গল্প।

নিজের passion কে কিভাবে profession এ রূপ দিতে হয় তার জীবন্ত উদাহরণ আমাদের রোজা।

রোজা কে খাটো করে দেখানোর জন্য অনেকে বলছেন, তার বাবা ভালো মানুষ ছিলেন না। তাদের উদ্দেশ্যে বলি- আমাদের কার বাবা ভালো মানুষ বলেন? কার বাবা জমির আইল কাটে না, অন্যের হক নষ্ট করে না, ঘুষ খায় না? সুযোগ পেলে এ দেশের রিক্সাঅলারাও অন্য কে ছাড়ে না।

রোজার বাবা ভালো কি খারাপ ছিলেন সেই জবাব তো রাজো দেবার কথা নয়। হ্যা তিনি দিতেন যদি তিনি বাবার অর্থ ব্যবহার করে আয়েশী জীবন যাপন করতেন তখন।

একটি ছেলের সাথে রোজার ছবি প্রকাশ করে ইতোমধ্যে আমাদের ছা-গু সমাজ বলতে শুরু করেছে রোজার আগে প্রেম ছিল বা তিনি আগে বিয়ে করেছেন।

যদি তিনি করেও থাকেন, তাহলে বলবো তিনি অপরাধ করেছেন কি না? তিনি কি কারো প্রেমিকা কিংবা স্ত্রী থাকা অবস্থায় তাহসানের সাথে সম্পর্ক ও বিয়ে করেছেন? যদি এটি করে থাকেন তাহলে তা অপরাধ হিসেবে গৃহীত হবে। আর যদি না করে থাকেন, তাহলে মিথ্যা ও কুৎসা রটানোর জন্য আপনারা নিজেরা ই নিজেদের বিবেকের কাছে অপরাধী হয়ে থাকবেন।

রোজা আমাদের উদ্যোক্তাদের জন্য একটি অনুকরণীয় ও অনুপ্রেরণার নাম। সংগ্রাম করে তিনি এগিয়ে গিয়েছেন, তাহসান কে বিয়ের মধ্য দিয়ে তার সাফল্য গাঁথায় আরো একটি পালক যুক্ত হয়েছে।

সবাই বলছে, তাহসান ভাই জিতছে। আমিও বলবো, তিনি জিতছেন, তবে সুন্দরী ও লাবণ্যময়ী একজন তরুণী কে পেয়ে নয়। তিনি জিতেছেন একজন সংগ্রামী উদ্যোমী সাহসী লড়াকু নারী কে পেয়ে।

সৌন্দর্য আর লাবণ্য তো বাংলার আনাচে কানাচে অভাব নেই, কিন্তু “রোজা” আছে কয় জন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments