হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স ফি আদায়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে ঢাকা ব্যাংক পিএলসি।
ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শেখ মোহাম্মদ মারুফ, এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত এই চুক্তির আওতায় ঢাকা ব্যাংক প্রাথমিক পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সার্ভারের সাথে এপিআই সংযোগ স্থাপনের মাধ্যমে ঢাকা ব্যাংকের শাখা ও উপ-শাখা থেকে ফি এবং কর সংগ্রহের ব্যবস্থা করবে। পরবর্তী পর্যায়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বাসিন্দারা ঢাকা ব্যাংক মোবাইল অ্যাপ এবং ইন্টারনেট ব্যাংকিংয়ের মাধ্যমে যেকোনো স্থান থেকে রিয়েল-টাইম ভিত্তিতে অনলাইনে ফি ও কর পরিশোধ করতে পারবে।
ঢাকা ব্যাংক পিএলসি-এর দায়বদ্ধতা ও নগদ ব্যবস্থাপনা ইউনিটের প্রধান জনাব মোসলে সাদ মাহমুদ, ঢাকা ব্যাংক পিএলসি-এর জেনারেল সার্ভিসেস বিভাগের প্রধান জনাব আলতামাস নির্ঝর, ঢাকা ব্যাংক পিএলসি-এর তথ্য প্রযুক্তি বিভাগ প্রধান জনাব মোঃ আসিফ হোসেন, ঢাকা ব্যাংক পিএলসি-এর প্রধান জনাব মোঃ আফতাব উদ্দিন, শাখা ব্যবস্থাপক, গুলশান সার্কেল-২ শাখা, ঢাকা ব্যাংক পিএলসি, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সমাজকল্যাণ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা জনাব মোহাম্মদ মামুন-উল-হাসান, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান হিসাবরক্ষক জনাব মোঃ বরকত হায়াত সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।