Homeউদ্যোক্তা সংগঠনজেসিআই বাংলাদেশের উদ্যোগে ইফতার হোক সবার

জেসিআই বাংলাদেশের উদ্যোগে ইফতার হোক সবার

জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) বাংলাদেশের উদ্যোগে রমজান মাস জুড়ে চলছে ‘ইফতার হোক সবার’। যার অংশ হিসেবে গত ৬ মার্চ বুধবার রাজধানীর যাত্রাবাড়ীতে ইফতার বিতরণ করা হয়। 

জেসিআই বাংলাদেশের পক্ষে লোকাল চ্যাপ্টার জেসিআই মানিকগঞ্জ ও জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের সদস্যরা যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ জনপথ মোড় পর্যন্ত সকল স্তরের মানুষের মাঝে ইফতার বিতরণ করেন।

এ বিষয়ে জেসিআই মানিকগঞ্জের লোকাল প্রেসিডেন্ট আবু সুফিয়ান নিলাভ বলেন, আমাদের জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট কাজী ফাহাদ ভাইয়ের উদ্যোগে ইফতার হোক সবার পহেলা রমজান থেকেই পরিচালিত হয়ে আসছে।

 তার চিন্তা ভাবনা হচ্ছে, ইফতারের সময় যেসব ঘরমুখো মানুষসহ শহরের বিভিন্ন স্থানে নানা স্তরের জনগণ আটকে যান। সেসব মানুষরা যাতে নির্বিঘ্নে ইফতার করতে পারে সেজন্যই এই প্রয়াস।

নিলাভ আরো বলেন, যাত্রাবাড়ী থেকে সায়দাবাদ জনপথ মোড় পর্যন্ত প্রায় দেড় হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করতে সক্ষম হয়েছি।

পুরো কার্যক্রমকে সুশৃঙ্খল করতে আমরা প্রথমে তিনটি দল গঠন করি, যাদের আবার ছোট ছোট টিমে বিভক্ত করে ট্রাফিক নিয়ন্ত্রণসহ পুরো বিতরণ প্রক্রিয়া অসাধারণভাবে সমন্বয় করা হয়।

এই ইফতার বিতরণ কার্যক্রমে জেসিআই বাংলাদেশের ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট নাহিদ হাসান কায়সার, রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট সোলাইমান হাকিম, জেসিআই ঢাকা ইম্পেরিয়াল লোকাল প্রেসিডেন্ট সৈয়দ শাফায়েত করিম, জেসিআই মানিকগঞ্জের জেনারেল সেক্রেটারি আরিফ হোসাইন, লোকাল ডিরেক্টর সাবরিনা পারভীন খানসহ জেসিআই মানিকগঞ্জ ও জেসিআই ঢাকা ইম্পেরিয়ালের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পহেলা রমজান থেকে শুরু হওয়া এই কার্যক্রমে গুলশান১, গুলশান ২ এভাবে ক্রমান্বয়ে ঢাকা শহরের প্রতিটি পয়েন্টে বিভিন্ন চ্যাপ্টার এই দায়িত্ব পালন করবে। জেসিআই বাংলাদেশের পক্ষ থেকে এবারের রমজানে ৭০ হাজার থেকে এক লক্ষ মানুষকে ইফতার বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments