Homeউদ্যোক্তা মেলাজাবের এন্ড জুবায়ের ফেব্রিক'র আয়োজনে ১৫তম ফেব্রিক উইক 

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক’র আয়োজনে ১৫তম ফেব্রিক উইক 

জাবের অ্যান্ড জুবায়ের ফ্যাব্রিক লিঃ স্প্রিং/সামার ২৬ থিম এবং ট্রেন্ডকে কেন্দ্র করে ১৫ তম ফেব্রিক উইক আয়োজন করেছে। 

এই ফেব্রিক উইক এ জাবের এন্ড জুবায়ের ফেব্রিক লিমিটেড নতুন বুননের ফেব্রিক পণ্যের একটি অনন্য লাইন উন্মোচন করবে যার স্থায়িত্বশীল উপাদান ব্যবহার করে তৈরি এবং উদ্বোধনী প্রযুক্তিতে সমৃদ্ধ। এই বছরের প্রদর্শনীতে তারা পাইনএ্যাপল, সাইক্লো, নাইলন, সরোনা, জুট, কলা, রিজেনএগ্রি, রিসাইকেলড ইলাস্টেন, সার্কুলোস হাইপার স্ট্রেচ ফেব্রিক এবং আরো অনেক নতুন উপকরণ প্রদর্শন করবে।

জাবের এন্ড জুবায়ের ফেব্রিক লিমিটেড হলো নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বৃহত্তম টেক্সটাইল বিভাগ যার বার্ষিক মোট ব্যবসার পরিমাণ 1.3 বিলিয়ন মার্কিন ডলার নোমান গ্রুপ গত ৫৬ বছর ধরে দেশের টেক্সটাইল শিল্পকে নেতৃত্ব দিয়ে আসছে। জাভের এন্ড জুবায়ের ফেব্রিক লিমিটেড বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যা সরকারের পক্ষ থেকে ১৩ বার ধারাবাহিকভাবে সর্বোচ্চ রপ্তানি পুরস্কার অর্জন করেছে।

ইভেন্টটি চলছে গুলশানে তাদের ডিজাইন স্টুডিওতে। রোড ১১৩ এর ১১০, গুলশান এ্যাভিনিউতে ১৪ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি ২০২৫ পর্যন্ত সকাল দশটা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments