বন্দর নগরী চট্টগ্রামে তিনদিনব্যাপী কে এস ক্যাটারিং হাইার প্রেজেন্ট ‘ওয়েডিং ফেস্টিভাল ২০১৯’ শুরু হচ্ছে।
বর্ণাঢ্য এ বিয়ের মেলা চিটাগং লাউঞ্চ গোলপাহাড় মোড়ে আগামীকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে শনিবার পর্যন্ত (২০ জুলাই) পর্যন্ত চলবে।মেলায় থাকছে ২০টি স্টল।
সকল নারী উদ্যোক্তারা তাদের নিজেদের প্রসাধনী নিয়ে তাদের স্টল সাজাবেন। তাছাড়া লাইভ মেকআপ, কুকিং , ফ্যাশন শো, ডান্স পারফরম্যান্স থাকবে।
মেলার উদ্যোক্তা কে এস ক্যাটারিংয়ের সত্ত্বাধিকারী কামরুন নাহার উদ্যোক্তা বার্তাকে বলেন, আমি নারীদের জন্য কাজ করতে চাই৷ এ বছর ৩টি ভিন্ন মেলা করেছি, ছোট পরিসরে মেলা করার কারণ অনেক নারী উদ্যোক্তারা আছেন যারা নিজেরা কিছু করতে চান কিন্তু সাহস করতে পারেন না।
তিনি বলেন, আমি মনে করি নারী উদ্যোক্তাদের সাবলম্বী করতে পারব।
তিনদিনব্যাপী কে এস ক্যাটারিং হাইার প্রেজেন্ট ‘ওয়েডিং ফেস্টিভাল ২০১৯’ সকলের জন্য উন্মুক্ত থাকবে।