Homeউদ্যোক্তা গবেষণা ও উদ্ভাবনআইনজীবী মাসুমা মিথিলার 'ল থিম ফ্যাশন এন্ড এ্যাটায়ার এক্সিবিশন' উদ্বোধন

আইনজীবী মাসুমা মিথিলার ‘ল থিম ফ্যাশন এন্ড এ্যাটায়ার এক্সিবিশন’ উদ্বোধন

এ্যাডভোকেট মাসুমা মিথিলার ডিজাইনে বাংলাদেশে প্রথম ল থিম ফ্যাশন ও এ্যটায়ার এক্সিবিশন অনুষ্ঠিত হচ্ছে ১৬ ও ১৭ ফেব্রুয়ারি। 

নতুন ১২ টিসহ মোট ২৭টি আইনের কনসেপ্ট নিয়ে প্রদর্শনী এবং কনসেপ্ট ফ্যাশন শো’র আয়োজন করেছেন এ্যাড. মিথিলা।

১৬ ফেব্রুয়ারি, রবিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও নারী উদ্যোক্তা মাসুমা মিথিলার ল’থিমে করা ব্যতিক্রমধর্মী এক পোশাক প্রদর্শনীর উদ্বোধন হয়।

রবিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী’র উদ্বোধন করেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। উদ্বোধন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক (ভারপ্রাপ্ত) ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন।

পোশাক প্রদর্শনীর এই অনুষ্ঠানে প্রথমবারের মতো ‘হ্যাপি ল’ইয়ার্স ডে-২০২৫’ শুভেচ্ছা বিনিময় করা হয়।

ব্যতিক্রমধর্মী এই প্রদর্শনীতে আনা পোশাকগুলোতে সুপ্রিম কোর্টের আলোচিত কিছু রায়কে ফুটিয়ে তোলা হয়েছে। এছাড়া নারী ও পুরুষদের বিভিন্ন পোষাকে ন্যায়বিচারের নানা প্রতীক শোভা পাচ্ছে।

স্টপ সেক্সুয়াল হ্যারেজমেন্ট ল্যান্ডমার্ক জাজমেন্ট, নারী দিবসের কালার থিম, End violence against women, মেইনটেনেন্স অফ এ ওয়াইফ আন্ডার মুসলিম ল ইন বাংলাদেশ, ৪৮ ডিএলআর এর থিমের শাড়ি, অভিভাবক আইন – মায়ের অধিকার থিম নিয়ে শাড়ি, জুডিশিয়াল সিস্টেম থিমের শাড়ী, আইনের অনুষঙ্গ – সিম্বল যেমন, দাঁড়িপাল্লা, জাস্টিস এর হাতুড়ি, সবার জন্য আইন, বিভিন্ন মোটিভ – ল ইয়ার ইজ বর্ন টু আরগিউ, সু ইউ সুন, আইনের বিভিন্ন উক্তি এবং দর্শন ফুটিয়ে তুলেছেন পোশাকে সুপ্রীম কোর্টের আইনজীবী এবং খ্যাতিমান নারী উদ্যোক্তা এ্যাড: মাসুমা মিথিলা

ল থিমের এই ফ্যাশন প্যারেডে আইনের বিভিন্ন থিম এ ডিজাইন করা পছন্দের পোশাক পড়বেন আইনজীবীরা।

কুশন, পর্দা, ফটোফ্রেম, কুর্তি, আবায়া,শাড়ী, টপস, কুর্তি, পাঞ্জাবি, মুল পোশাক ডিজাইন করে নান্দনিকতার সাথে ফুটিয়ে তুলেছেন এ্যাড: মাসুমা মিথিলা।

সুপ্রিম কোর্টের আইনজীবী ও ঐক্য ফাউন্ডেশনের হেড অফ লিগ্যাল ক্যান্সার সারভাইভার মাসুমা মিথিলা গত ১৯ বছর ধরে আইন পেশায় যুক্ত আছেন, সেই সাথে একজন নারী উদ্যোক্তা হিসেবে প্রায় ৯ বছর ধরে ফ্যাশন ডিজাইনিংয়ে কাজ করছেন। স্বকীয় ডিজাইনে তৈরি পোশাকের সমাহার নিয়ে গড়ে তুলেছেন ‘মিতার গল্প।’

২০২২ সালের জুন মাসে মাসুমা মিথিলার ক্যান্সার ধরা পড়ে। ক্যান্সার ট্রিটমেন্টে সফল হয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিজকর্মে ফিরে আসেন।

ক্যান্সারের চিকিৎসা চলাকালীন তানিয়া রায়ের সাথে পোশাক ডিজাইনসহ একজন উদ্যোক্তা হয়ে উঠার আইডিয়া শেয়ার করেন। তানিয়া রায়ের পুরো পরিবার মিথিলার পাশে ক্যান্সার ট্রমা থেকে বেরিয়ে আসতে বিশেষ ভূমিকা রেখেছেন। সেখান থেকে বন্ধুত্ব এবং প্রস্তাবনা একসঙ্গে উদ্যোগ গ্রহণ করবার। মিথিলার ‘মি’ তানিয়ার ‘তা’ – এই নিয়ে মিতার গল্প।

দুই দিনব্যাপী এই প্রদর্শনীর শেষ দিন আগামীকাল বিকেল সাড়ে চারটায় এক ফ্যাশন প্যারেড এন্ড এ্যাটায়ার এক্সিবিশনের আয়োজন করা হয়েছে। বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন অনুষ্ঠানের উদ্বোধন করবেন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে

সমাপনী কেক কাটবেন মাননীয় বিচারপতি খিজির আহমেদ চৌধুরী এবং কোম্পানি আইন বিশেষজ্ঞ সিনিয়র আইনজীবী এ কে এম বদরুদ্দোজা।

পোশাকগুলো সব তৈরি করেছে ‘মিতার গল্প’ ফ্যাশন হাউজ। একজন নবীন উদ্যোক্তার উদ্যোগ ‘মিতার গল্প’ পথ চলা শুরু করে এ্যাড: মাসুমা মিথিলার নেতৃত্বে ২০২২ এর নভেম্বর মাসে। প্রথম শো রুম দেন বনানীতে, ল থিম ফ্যাশন এন্ড এ্যাটায়ার এক্সিবিশন -‘মিতার গল্প’ ফ্যাশন হাউজের ৩য় প্রদর্শনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments