রাজশাহীতে শেষ হলো “এসএমই পণ্যের জন্য ডিজিটাল মার্কেটিং” শীর্ষক তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কোর্স। নগরীর বোয়ালিয়ার দোশর মন্ডল রোডের এআরকে আইটি সলিউশনের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্প।
ইউরোপিয়ান ইউনিয়ন ফান্ডেড প্রিজম প্রজেক্টের কমিউনিকেশন এক্সপার্ট সেঁজুতি রহমান বিষয়টি উদ্যোক্তা বার্তাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ প্রশিক্ষণে ২০ জন উদ্যোক্তাকে বিনামূল্যে ই-মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেয়া হয়। যে সব উদ্যোক্তার ফেসবুক এবং ওয়েবে এসএমই পণ্যের পেইজ আছে, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের প্রশিক্ষক এ এস এম সামজিদুল ইসলাম ৩ দিন ব্যাপী এ কোর্স পরিচালনা করেন। প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে অংশ গ্রহণকারীদের মধ্যে সনদ প্রদান করা হয়। এ সময় এসএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে ঢাকা, ফরিদপুর, বরিশাল ও ময়মনসিংহে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। আটটি বিভাগীয় ও জেলা শহরে ২০ জন করে মোট দু্ই শত জন ক্ষুদ্র উদ্যোক্তাকে এ ডিজিটাল মার্কেটিং প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।
ডেস্ক রিপোর্ট