রাজধানীর ধানমন্ডির দৃক গ্যালারিতে উদ্যোক্তাদের দেশীয় পোশাক, গহনা নিয়ে শুরু হয়েছে ঈদ মেলা। উদ্যোক্তাদের কাপড়ের মান ও দাম নাগালের মধ্যে থাকায় ক্রেতাদের সমাগমও ভালো হচ্ছে। আয়োজকরা জানিয়েছে মেলা চলবে ঈদের চান রাত পর্যন্ত।
দৃক গ্যালারির দ্বিতীয় তলায় গহনা, ব্যাগ ও তৃতীয় তলায় বিভিন্ন রকমের পোশাক পাওয়া যাচ্ছে ।
মঙ্গলবার বিকেলে সরেজমিনে মেলায় গিয়ে ভরপুর ক্রেতা সমাগম দেখা যায়। মেলায় নারী উদ্যোক্তার পাশাপাশি ছিলেন পুরুষ উদ্যোক্তাও। তারা তাদের নিজেদের পণ্য নিয়ে স্টল সাজিয়েছেন। মেলায় দেশীয় পণ্য জামা,সালোয়ার কামিজ ছাড়াও ছিলো হ্যান্ড মেইড গহনা ও ব্যাগ।
মেলায় আয়োজকরা জানান, ২৫টিরও বেশি উদ্যোক্তা নিয়ে এবারের মেলা চলছে। ইতিমধ্যে আমরা ভালো সাড়া পেয়েছি। যেহেতু ঈদের বেশ কয়েকটা দিন বাকি আছে তাই আরো ক্রেতা সমাগম আশা করছি।
উদ্যোক্তা লাকী আমান উদ্যোক্তা বার্তাকে বলেন, গত কয়দিনের থেকে আজ বিক্রির পরিমাণ বেড়েছে।
মেলায় ঘুরতে আসা এক ক্রেতা সুমাইয়া শারমিন বলেন, শো-রুমে অনেক দাম বেশী বাট সেই তুলনায় এখানে কাপড়ের মান ভালো দাম ও নাগালের মধ্যে।
খাদিজা ইসলাম স্বপ্না