Homeউদ্যোক্তা মেলারাজশাহীতে জমকালো আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ শুরু

রাজশাহীতে জমকালো আয়োজনে বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫ শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) জেলা কার্যালয় রাজশাহীর আয়োজনে এবং জেলা প্রশাসন, রাজশাহীর সহযোগিতায় ১০ দিনব্যাপী “বিসিক উদ্যোক্তা মেলা ২০২৫” আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ১লা ডিসেম্বর।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অতিরিক্ত সচিব ও রাজশাহী বিভাগের মান্যবর বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ মহোদয়।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জনাব মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি, উপ-মহাপুলিশ পরিদর্শক, উপ-মহা-পুলিশ পরিদর্শকের কার্যালয়, রাজশাহী; জনাব মোহাম্মদ নাঈমুল হাছান, পুলিশ সুপার, রাজশাহী; জনাব জাফর বায়েজীদ, আঞ্চলিক পরিচালক, বিসিক আঞ্চলিক কার্যালয়, রাজশাহী ও রংপুর বিভাগ; জনাব মো. রফিকুল ইসলাম, ডিজিএম, বিসিক জেলা কার্যালয়, রাজশাহী।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন রাজশাহীর সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আক্তার। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব মোঃ আনোয়ারুল আজিম, শিল্পনগরী কর্মকর্তা, বিসিক শিল্পনগরী কার্যালয়, রাজশাহী।

উদ্যোক্তাদের উদ্ভাবনী পণ্য প্রদর্শন, স্বল্প পুঁজিতে ব্যবসা শুরু, প্রযুক্তি প্রয়োগ, খাদ্যপ্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্পসহ বিভিন্ন খাতে নতুন উদ্যোক্তা তৈরির উদ্দেশ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। আগামী ১০ দিন রাজশাহী নগরবাসী ও উদ্যোক্তারা মেলায় অংশগ্রহণ করে বিভিন্ন পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি ধারণা নিতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments