বাংলাদেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অগ্রগতিতে ব্যতিক্রমী ভূমিকা রাখায় চার প্রতিষ্ঠান ও তিনজন উদ্যোক্তা পেলেন ব্র্যাক ব্যাংক–দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড।
শনিবার দশমবারের মতো শেরাটন ঢাকায় এ আয়োজন করা হয়। দশমবারের এ আয়োজনে মোট সাতটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।
এর মধ্যে আইসিটি উইমেন, আইসিটি বিজনেস পারসন ও আইসিটি পাইওনিয়ার এই তিন ক্যাটাগরিতে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে উদ্ভাবনী অবদান রাখায় তিন ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। আর আইসিটি সলিউশন প্রোভাইডার, ডিজিটাল কমার্স, আইসিটি স্টার্টআপ ও স্পেশাল রিকগনিশন ক্যাটাগরিতে চার প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) তারেক রেফাত উল্লাহ খান।
ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ডের ১০ম আসরে মোবাইলে আর্থিক সেবা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর ‘আইসিটি বিজনেস পারসন অব দ্য ইয়ার’ এবং অনলাইনে খাবার ও নিত্যপ্রয়োজনীয় ডেলিভারির আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ফুডপান্ডা বাংলাদেশের এমডি ও সহপ্রতিষ্ঠাতা আম্বারীন রেজা ‘আইসিটি উইমেন অব দ্য ইয়ার’ পুরস্কার পেয়েছেন। এ ছাড়া ‘আইসিটি পাইওনিয়ার’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন বিডি জবস ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও এ কে এম ফাহিম মাশরুর।
‘আইসিটি সলিউশন প্রোভাইডার’ ক্যাটাগরিতে রিয়েল টাইম মেডিকেল ডকুমেন্টেশনসহ নানা সেবা দেওয়ায় অগমেডিক্স বাংলাদেশকে পুরস্কার দেওয়া হয়। ‘ডিজিটাল কমার্স’ ক্যাটাগরির পুরস্কার পেয়েছে আলিবাবা গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দারাজ বাংলাদেশ।
ক্ষুদ্র ব্যবসাকে ডিজিটালি পরিচালনায় এগিয়ে নেওয়ার জন্য ‘আইসিটি স্টার্টআপ অ্যাওয়ার্ড’ পায় স্টার্টআপ প্রতিষ্ঠান টালিখাতা। দেশের ডিজিটাল ও গিগ অর্থনীতিতে অবদানের স্বীকৃতি হিসেবে ‘স্পেশাল রিকগনিশন অ্যাওয়ার্ড’ পেয়েছে পাঠাও। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
দেশব্যাপী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নিয়ে কাজ করা উদ্যোক্তাদের উদ্ভাবন ও তাদের কার্যক্রমকে উৎসাহিত করতে ২০১৬ সাল থেকে ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার এ পুরস্কার দিয়ে আসছে।





