Homeসিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫: দেখার সুযোগ আর মাত্র ১ দিন!

সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫: দেখার সুযোগ আর মাত্র ১ দিন!

রাজধানীর বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সেন্টার (আইসিসিবি) এ চার দিনব্যাপী সিরামিক এক্সপো বাংলাদেশ ২০২৫ শেষ পর্যায়ে পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন আনুষ্ঠানিকভাবে এশিয়ার অন্যতম বৃহৎ এ মেলার উদ্বোধন করেন।

এবারের এক্সপোতে অংশ নিয়েছে ২৫টি দেশের ১৩৫ প্রতিষ্ঠান ও ৩০০ ব্র্যান্ড, সঙ্গে উপস্থিত রয়েছেন ৫০০ আন্তর্জাতিক প্রতিনিধি ও ক্রেতা। আয়োজক বাংলাদেশ সিরামিক ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিসিএমইএ) জানিয়েছেন, এ মেলার মাধ্যমে দেশি ও আন্তর্জাতিক ব্যবসায়ীদের মধ্যে নতুন যোগাযোগ, ক্রয়-বিক্রয় ও বিনিয়োগের সম্ভাবনা তৈরি হচ্ছে।

এর আগে রোববার পল্টনে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আয়োজিত সংবাদ সম্মেলনে বিসিএমইএ’র সভাপতি মইনুল ইসলাম বলেন, দেশে টাইলস, টেবিলওয়্যার ও স্যানিটারিওয়্যারসহ ৭০টির বেশি সিরামিক কারখানা কার্যক্রম চালাচ্ছে। স্থানীয় বাজারের আকার প্রায় ৮ হাজার কোটি টাকা, আর রপ্তানি হচ্ছে ৫০টির বেশি দেশে, যা বছরে আনে প্রায় ৫০০ কোটি টাকা। গত দশকে এ খাতে বিনিয়োগ বেড়েছে প্রায় ১৫০ শতাংশ, মোট বিনিয়োগ দাঁড়িয়েছে ১৮ হাজার কোটি টাকার বেশি, এবং এতে সরাসরি ও পরোক্ষভাবে কর্মসংস্থান হয়েছে প্রায় পাঁচ লাখ মানুষের।

এবারের এক্সপোর মূল পৃষ্ঠপোষক শেলটেক সিরামিকস, প্লাটিনাম স্পনসর ডিবিএল সিরামিকস, আকিজ সিরামিকস ও মেঘনা সিরামিক, আর গোল্ড স্পনসর হিসেবে রয়েছেন মীর সিরামিক, আবুল খায়ের সিরামিক, এইচএলটি ডিএলটি ও সাকমি।

কাল ৩০শে নভেম্বর মেলার শেষ দিন, যেখানে অংশগ্রহণকারীরা সরাসরি নতুন পণ্য দেখতে, লাইভ ডেমোনস্ট্রেশন উপভোগ করতে এবং স্পট অর্ডার দেওয়ার সুযোগ পাবেন। চার দিনব্যাপী এ মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments