Homeপাটদেশের পাট নিয়ে চীনের বড় ঘোষণা

দেশের পাট নিয়ে চীনের বড় ঘোষণা

বাংলাদেশের সবুজ প্রযুক্তি, পাট, বস্ত্র ও ওষুধশিল্পে বড় ধরনের বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে চীনা বিনিয়োগকারীরা।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠককালে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়নার (এক্সিম ব্যাংক) ভাইস প্রেসিডেন্ট ইয়াং দোংনিং এ আগ্রহের কথা জানান।

ইয়াং দোংনিং বলেন, বাংলাদেশে চীনের দীর্ঘদিনের অবকাঠামো বিনিয়োগের পাশাপাশি এখন তারা উৎপাদন খাতে মনোযোগ দিচ্ছে। এর মধ্যে রয়েছে রুফটপ সোলার প্যানেল এবং দেশের ‘সোনালি আঁশ’ পাটকে কেন্দ্র করে জ্বালানি, বায়োসার ও প্লাস্টিকের বিকল্প তৈরির বড় প্রকল্প।

তিনি জানান, এসব সরাসরি উৎপাদন বিনিয়োগে এক্সিম ব্যাংকও অর্থায়নে আগ্রহী। চীনা সংস্থাগুলি বাংলাদেশের পাট শিল্পে যৌথ উদ্যোগের মাধ্যমে বিনিয়োগ করতে চায় এবং দশ লাখ টন পর্যন্ত পাট ব্যবহার করতে প্রস্তুত। চীনা অর্থায়নে পাটে যৌথ উদ্যোগের সুযোগ রয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চীনা বিনিয়োগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববাজারে রফতনির জন্য বাংলাদেশকে উৎপাদন কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে চীনের বিনিয়োগ গুরুত্বপূর্ণ। তিনি ওষুধ ও স্বাস্থ্যসেবা খাতেও বিনিয়োগের সম্ভাবনা উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা আরও বলেন, চীনা বিনিয়োগ সৌরশক্তি ব্যবস্থায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা বাংলাদেশের পরিবেশবান্ধব জ্বালানিতে রূপান্তরকে সমর্থন করবে। তিনি দেশের তরুণ শ্রমিকদের সম্ভাব্য ব্যবহার তুলে ধরে বলেন, বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোকে নতুন যৌথ উদ্যোগের জন্য ব্যবহার করা যেতে পারে।

ইয়াং ডংনিং বলেন, চীনা কোম্পানিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ই-কমার্স খাতেও বিনিয়োগের সুযোগ খুঁজছে। প্রতিক্রিয়ায় অধ্যাপক ইউনূস চীনা কোম্পানিগুলিকে দক্ষিণ-পূর্ব বাংলাদেশে কারখানা স্থাপনের জন্য আমন্ত্রণ জানান, যা দেশের বৃহত্তম সমুদ্রবন্দর হোস্ট করে এবং মিয়ানমার, থাইল্যান্ডসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার বাজারের সঙ্গে সংযোগ সহজ করবে।

বৈঠকের শুরুতে প্রধান উপদেষ্টা হংকংয়ের একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে বহু মানুষের প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান।

বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক ও সিনিয়র সচিব লামিয়া মোরশেদ এবং ঢাকায় নিয়োজিত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments