বাংলাদেশি এসএমই ও প্রবাসী উদ্যোক্তাদের জন্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের নতুন সুযোগ
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (USBCCI) ঘোষণা করেছে, ৪র্থ USBCCI বিজনেস এক্সপো ও গ্লোবাল এসএমই ফেয়ার ২০২৫ অনুষ্ঠিত হবে ২১–২২ নভেম্বর ২০২৫ এ হিলটন নিউ ইয়র্ক লা গার্ডিয়া এয়ারপোর্ট হোটেল-এ। দুইদিনের এক্সপোতে অংশ নেবে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান, এবং উপস্থিত থাকবেন ১,৫০০-এর বেশি দর্শক। এখানে অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন এসএমই উদ্যোক্তা, বিনিয়োগকারী, নীতিনির্ধারক, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন বাণিজ্য সংস্থা, যারা আসবেন যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং বিশ্বের অন্যান্য দেশ থেকে।
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (USBCCI)-এর প্রেসিডেন্ট ও সিইও মোঃ লিটন আহমেদ বলেন_”এই এক্সপো নতুন সুযোগ তৈরি করবে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার। এসএমই, প্রবাসী উদ্যোক্তা, বিনিয়োগকারী এবং নীতিনির্ধারকদের সংযোগ স্থাপন করে আমরা একটি শক্তিশালী গ্লোবাল বিজনেস প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই।”
যুক্তরাষ্ট্র-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (USBCCI) -এর পরিচালক শেখ ফারহাদ বলেন_”আমাদের লক্ষ্য শুধু প্রদর্শনী আয়োজন নয়, বরং একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক ব্যবসায়িক সংযোগের প্ল্যাটফর্ম তৈরি করা। B2B মিটিং, ব্যবসায়িক সেমিনার এবং গ্লোবাল বিজনেস এক্সেলেন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে নতুন সম্ভাবনা খুলে যাবে।”
আহাদ আলী, সিপিএ ও পরিচালক ইউএসবিসিসিয়াই, বলেন_”এই এক্সপো বাংলাদেশের ব্যবসায়ীদের যুক্তরাষ্ট্রের মূলধারার ব্যবসায়িক নেটওয়ার্কে প্রবেশের সুযোগ দেবে। এটি বাংলাদেশের ব্যবসার জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলস্টোন হবে।” এছাড়া ইউএসবিসিসিয়াই পরিচালক ইসমাইল আহমেদ যোগ করেন_”আমাদের মিশন হলো এসএমই উদ্যোক্তাদের যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক বাজারে শক্তিশালী উপস্থিতি গড়ে তুলতে সহায়তা করা। এই এক্সপো তার জন্য একটি সেতু হিসেবে কাজ করবে।”
মোঃ বদরউজ্জা সাগর, কো-অর্ডিনেটর ও পরিচালক ইউএসবিসিসিয়াই, বলেন_
“এই ইভেন্টটি বাংলাদেশের এসএমইদের গ্লোবাল মার্কেটে প্রবেশ, নতুন বিনিয়োগ আকর্ষণ এবং প্রবাসী উদ্যোক্তাদের সম্পৃক্ততা বৃদ্ধির সুযোগ তৈরি করবে।”
এক্সপোর মূল আকর্ষণ_ এসএমই পণ্য ও উদ্ভাবন প্রদর্শন, সরাসরি ক্রেতা-বিক্রেতার সংযোগ, বাণিজ্য, বিনিয়োগ, রেমিট্যান্স, নারী উদ্যোক্তা ও প্রবাসী সংযোগ, অসাধারণ উদ্যোক্তাদের স্বীকৃতি, যুক্তরাষ্ট্রের ব্যবসার সাথে বাংলাদেশী প্রবাসীদের সংযোগ, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সরকারি প্রতিনিধিদের অংশগ্রহণ।
প্রেস ব্রিফিংয়ে অংশ নেন প্রখ্যাত বাংলাদেশি-আমেরিকান মিডিয়া ব্যক্তিত্বরা। USBCCI আশা করছে, এই এক্সপো বাংলাদেশের এসএমইদের জন্য যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক বাজারে প্রবেশের নতুন সুযোগ তৈরি করবে, দ্বিপক্ষীয় বাণিজ্য জোরদার করবে, এবং প্রবাসী অংশগ্রহণ ও বিনিয়োগ বৃদ্ধিতে সহায়ক হবে।