Homeকৃষি২ দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী রাজধানীতে

২ দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী রাজধানীতে

ঢাকায় দুই দিনব্যাপী অটোমোবাইল ও কৃষি যন্ত্রপাতির প্রদর্শনী শুরু হয়েছে আজ শনিবার। এতে অটোমোবাইল, কৃষি যন্ত্রপাতিসহ হালকা প্রকৌশল খাতের ২৬টি স্টল অংশ নিয়েছে। পাশাপাশি শিল্পের সহায়ক প্রতিষ্ঠানের স্টল রয়েছে আরও ১২টি। প্রদর্শনীর উদ্বোধন করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

এগ্রোকালচার ও অটোমোবাইলস- এই দুই খাতকে এগিয়ে নিতে শিল্প মন্ত্রণালয় থেকে সর্বাত্মক নীতি সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (২০ সেপ্টেম্বর) ঢাকায় শুরু হওয়া দুই দিনব্যাপী ‘রোড টু মেইড ইন বাংলাদেশ অ্যান্ড এগ্রো মেশিনারি ফেয়ার ২০২৫’ অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন।

বাংলাদেশ অটোমোবাইলস অ্যাসেম্বলার্স অ্যান্ড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ও অ্যাগ্রিকালচার মেশিনারি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশের সহযোগিতায় এই প্রদর্শনীর আয়োজন করছে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই)। ঢাকার তেজগাঁও শিল্প এলাকায় এডিসন প্রাইম ভবনের ছাদে এই প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে। এই ভবনেই বিসিআইয়ের কার্যালয় অবস্থিত।

এর আগে বৃহস্পতিবার বিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দুই দিনব্যাপী এই প্রদর্শনী নিয়ে বিস্তারিত জানান চেম্বারটির সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments