Homeআন্তর্জাতিক সংবাদলঞ্চ হলো আইফোন ১৭ সিরিজ

লঞ্চ হলো আইফোন ১৭ সিরিজ

মাসের পর মাস, গুঞ্জন থেকে শুরু করে অসংখ্য লিক—মানুষ অপেক্ষায় ছিল একটাই জিনিসের জন্য: নতুন iPhone। অবশেষে সেই প্রতীক্ষার অবসান ঘটিয়ে অ্যাপল উন্মোচন করলো iPhone 17 সিরিজ। যেভাবে প্রতি বছর এই লঞ্চ বিশ্বজুড়ে প্রযুক্তিপ্রেমীদের উত্তেজনা ছড়িয়ে দেয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। চোখ ধাঁধানো ফিচার আর নতুন ডিজাইনের ঝলকে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে কুপারটিনোর এই প্রযুক্তি জায়ান্ট।

মঙ্গলবার অনুষ্ঠিত “Awe Dropping” ইভেন্টে মঞ্চে আসেন অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে কোম্পানির নতুন উদ্ভাবন ও ভবিষ্যৎ ভিশনের কথা বলেন। এরপর পর্যায়ক্রমে শীর্ষ কর্মকর্তারা নতুন iPhone 17 সিরিজ, iPhone Air, Apple Watch Series 11, Ultra 3 এবং AirPods Pro 3-এর নকশা, ফিচার ও প্রযুক্তিগত উন্নয়ন তুলে ধরেন। বিশেষ গুরুত্ব দেওয়া হয় ক্যামেরার মানোন্নয়ন, ডিসপ্লের পরিবর্তন, নতুন চিপসেট এবং সফটওয়্যারের উন্নত ফিচারগুলোতে।

টিম কুক একে উল্লেখ করেছেন ‘আইফোনের ইতিহাসে সবচেয়ে বড় অগ্রগতি’ হিসেবে। তিনি অ্যাপলের সবচেয়ে দামি ব্র্যান্ড আইফোনের সর্বশেষ মডেলের ঘোষণা দিয়েছেন। জানা গেছে, খুব শিগগির অ্যাপল ভক্তরা আইফোন ১৭’র বিভিন্ন মডেল অর্ডার দিতে পারবেন এবং এ মাসেই সেগুলো তাদের হাতে পৌঁছাবে।

নতুন আইফোনের সবচেয়ে সাশ্রয়ী মডেলটির দাম ৭৯৯ ডলার যা বাংলাদেশ ব্যাংকের বিনিময় মূল্য (১ ডলার = ১২১.৭ টাকা) অনুযায়ী প্রায় ৯৭ হাজার টাকা। এতে ২৫৬ গিগাবাইট স্টোরেজ থাকছে।

তবে শুধু আইফোন নয়, গতকালের ওই অনুষ্ঠানে বেশ কয়েকটি চোখ ধাঁধানো পণ্য ও প্রযুক্তি উপস্থাপন করেছেন কুক। নতুন ইয়ারবাড, অ্যাপল ওয়াচ ও ফাইনাল কাট ক্যামেরা অ্যাপের নতুন সংস্করণেরও ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

গতকালের অনুষ্ঠানে নতুন আইফোনের চারটি মডেলের বিষয়ে তথ্য জানা গেছে। এগুলো হলো আইফোন ১৭, আইফোন ১৭ এয়ার, আইফোন ১৭ প্রো এবং আইফোন ১৭ প্রো ম্যাক্স।

বিশ্ববাজারে আইফোন ১৭ সিরিজের দাম শুরু ৭৯৯ মার্কিন ডলার থেকে। এরপর এয়ার, প্রো ও প্রো ম্যাক্সের দাম যথাক্রমে ৯৯৯, ১ হাজার ৯৯ ও ১ হাজার ১৯৯ ডলার।

এ ক্ষেত্রে প্রতিটি মডেলের সবচেয়ে কম স্টোরেজের সংস্করণের দাম ধরা হয়েছে। ১২ সেপ্টেম্বর থেকে প্রি-অর্ডার নেওয়া শুরু হবে। ফোনগুলো ১৯ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে পৌঁছাতে শুরু করবে।
তবে বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য দেশে নতুন আইফোনের ওই চার মডেল কবে পাওয়া যাবে, তা এখনো জানা যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments