সিলেটে নারী উদ্যোক্তা সামিট ও অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৫ অনুষ্ঠিত। ১২ নারী উদ্যোক্তা পেলেন সম্মাননা, এসএমই ব্যাংকিং এক্সেলেন্স অ্যাওয়ার্ডে স্বীকৃত এনআরবি ব্যাংক।
সিলেটের আমান উল্লাহ কনভেনশন সেন্টারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “সিলেট নারী উদ্যোক্তা সামিট ও অপরাজিতা অ্যাওয়ার্ড ২০২৫”। টাইটেল স্পনসর হিসেবে অংশ নেয় এনআরবি ব্যাংক পিএলসি। নারী উদ্যোক্তাদের সক্ষমতা ও সাফল্য উদযাপনকে কেন্দ্র করে আয়োজিত এ সামিটে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ১২ জন অনন্য নারী উদ্যোক্তাকে তাদের অসাধারণ অবদান, উদ্ভাবনী উদ্যোগ ও সামাজিক প্রভাবের জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হয়। তাদের এই স্বীকৃতি ভবিষ্যতে আরও অনেক নারীকে উদ্যোক্তা হিসেবে এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।
একই অনুষ্ঠানে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতে ধারাবাহিক অবদান রাখার স্বীকৃতিস্বরূপ এনআরবি ব্যাংক অর্জন করে “এক্সেলেন্স অ্যাওয়ার্ড ইন এসএমই ব্যাংকিং”। ব্যাংকটির কর্মকর্তারা জানান, এসএমই খাতকে সহায়তা ও নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে তারা দীর্ঘদিন ধরে বিশেষ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের পক্ষে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আলী আকবর ফরাজী, সিলেট রিজিওনাল হেড প্রশান্ত কুমার সিংহ, হেড অব এসএমই অ্যান্ড এগ্রি এ এম জাহেদ এবং এসবিএম মো. ফাইজুল কবির চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের বিভিন্ন শাখা ও বিভাগের কর্মকর্তারা।
এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজের প্রিন্সিপাল প্রফেসর ডা. মো. জিয়াউর রহমান চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক খালেদ আহমদ, অতিরিক্ত পরিচালক মো. নজরুল ইসলাম এবং সিলেট ইন্সপেক্টিং রেঞ্জ-১ এর অতিরিক্ত কর কমিশনার মো. আনোয়ার সাদাতসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা উন্নয়ন নিয়ে আলোচনায় বক্তারা বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় নারী উদ্যোক্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময় এনআরবি ব্যাংক পিএলসি’র প্রতিনিধিরা পুনর্ব্যক্ত করেন—নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন এবং এসএমই খাতের বিকাশই দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের অন্যতম চালিকাশক্তি।
 

 
 

