পরিবেশ রক্ষার আন্দোলনে শিশুদের অংশগ্রহণ বৃদ্ধির মাধ্যমে কাঙ্ক্ষিত ফলাফল মিলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
শনিবার (১৯ জুলাই) ঢাকায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।
এসময় রিজওয়ানা বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা না থাকলে এককভাবে সরকারের পক্ষে পরিবেশ রক্ষা সম্ভব নয়।
শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষা সফরগুলো পরিবেশ বান্ধব জায়গায় আয়োজনের আহবান জানিয়ে বন বিভাগকে আরও পরিবেশ বান্ধব রিসোর্ট নির্মাণের নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে বিভিন্ন বয়সী শিক্ষার্থীদের পরিবেশ নিয়ে অঙ্কিত চিত্র প্রদর্শনী করা হয়। সেই সঙ্গে বিজয়ীদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।