Homeব্যাংক নিউজউদ্যোক্তা উন্নয়নে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

উদ্যোক্তা উন্নয়নে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বিশেষ প্রশিক্ষণ কর্মশালা

উদ্যোক্তা সৃষ্টি ও ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা (এসএমই) খাতের টেকসই উন্নয়নে মাসব্যাপী বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড। বাংলাদেশ ব্যাংকের এসএমই স্পেশাল প্রোগ্রাম ডিপার্টমেন্ট (SMESPD) ও অর্থ মন্ত্রণালয়ের Sustainable Inclusive Credit Project (SICIP) এর সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড)-এ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের SMESPD পরিচালক নওশাদ মোস্তফা। সভাপতিত্ব করেন আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ রাফাত উল্লাহ খান।
প্রধান অতিথির বক্তব্যে নওশাদ মোস্তফা বলেন, “নতুন উদ্যোক্তা তৈরি হলে দেশের অর্থনীতি মজবুত হবে, কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং সামগ্রিক উন্নয়ন দ্রুততর হবে। এ ধরনের প্রশিক্ষণ বাস্তবভিত্তিক উদ্যোক্তা গঠনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোঃ রাফাত উল্লাহ খান বলেন, “আল-আরাফাহ ইসলামী ব্যাংক শুধু একটি আর্থিক প্রতিষ্ঠান নয়; এটি একটি উন্নয়ন সহযোগী। আমরা উদ্যোক্তা তৈরি করে দেশের আত্মনির্ভরতা নিশ্চিত করতে চাই। প্রশিক্ষণের পাশাপাশি আমরা অর্থায়ন ও পরামর্শ দিয়েও তাদের পাশে থাকব।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন SICIP প্রকল্প পরিচালক ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম। তিনি বলেন, “ব্যাংক ও সরকারের সম্মিলিত উদ্যোগে উদ্যোক্তা উন্নয়ন এখন সময়ের দাবি। SICIP প্রকল্পের আওতায় এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে এসএমই খাত পুনরুজ্জীবিত করা সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক মোঃ আয়ুব আলী, বার্ড পরিচালক আব্দুল্লাহ আল-মামুন, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট (AIBTI)-এর প্রিন্সিপাল মোঃ আবদুর রহিম দুয়ারী, কোর্স সমন্বয়ক সাইফ মোহাম্মদ জুলকার নাঈন, এবং সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তারা।
প্রশিক্ষণে কুমিল্লা অঞ্চলের ২৫ জন নতুন ও আগ্রহী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। তাদেরকে ব্যবসায়িক ধারণা, ব্যবস্থাপনা, বিপণন, আর্থিক পরিকল্পনা, নৈতিকতা এবং উদ্যোক্তা মনোভাব বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান দেওয়া হচ্ছে।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ প্রকল্পভিত্তিক অর্থায়ন, ব্যবসা পরিকল্পনা এবং প্রয়োজনে পরামর্শ সহায়তা পাবেন আল-আরাফাহ ইসলামী ব্যাংক থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments