Homeব্যাংক নিউজতরুণদের সম্ভাবনায় জ্বলে উঠুক ভবিষ্যৎ—‘ক্যারিয়ারটক’ দিয়ে শুরু

তরুণদের সম্ভাবনায় জ্বলে উঠুক ভবিষ্যৎ—‘ক্যারিয়ারটক’ দিয়ে শুরু

তরুণদের জন্য ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে ভাবনা, প্রস্তুতি এবং প্রেরণার বার্তা নিয়ে ব্র্যাক ব্যাংক সম্প্রতি আয়োজন করলো তাদের ফ্ল্যাগশিপ ক্যারিয়ার দিকনির্দেশনামূলক প্রোগ্রাম ‘ক্যারিয়ারটক’।

ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)-এর অডিটোরিয়ামে গত ২৯ মে অনুষ্ঠিত এই আয়োজনে শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।
এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল—ভবিষ্যৎ প্রফেশনাল জগতে প্রবেশের আগে শিক্ষার্থীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা, বাস্তব অভিজ্ঞতা এবং অনুপ্রেরণা দেওয়া।

ব্র্যাক ব্যাংকের পক্ষে সেশনটি পরিচালনা করেন ব্যাংকটির হেড অব হিউম্যান রিসোর্সেস আখতারউদ্দিন মাহমুদ, হেড অব ডিজিটাল ব্যাংকিং শেখ সাঞ্জুর আহমেদ, হেড অব সিস্টেমস সাপোর্ট অ্যান্ড সার্ভিস অপারেশনস মীর মোহাম্মদ আসিফুল বারী, ইয়াং লিডার্স এবং হিউম্যান রিসোর্সেস ডিভিশনের অন্যান্য কর্মকর্তারা।

আয়োজনে আলোচিত হয়—

ব্যাংকিং খাতের বর্তমান ট্রেন্ড,ডিজিটাল উদ্ভাবনের সুযোগ ও চ্যালেঞ্জ,প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হতে প্রয়োজনীয় দক্ষতা ও প্রস্তুতি।

ব্র্যাক ব্যাংকের হেড অব এইচআর আখতারউদ্দিন মাহমুদ বলেন, “ক্যারিয়ারটকের উদ্দেশ্য হলো তরুণদের মধ্যে লক্ষ্য স্থির করার অনুপ্রেরণা জাগানো। আমরা চাই তারা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করুক, ধারাবাহিকভাবে শেখার অভ্যাস গড়ুক এবং নেতৃত্বে আসার জন্য প্রস্তুতি নিক। এই তরুণরাই আমাদের উন্নয়নের চালিকাশক্তি, এবং এই যাত্রায় আমরা তাঁদের পাশে থাকতে চাই।”

শিক্ষার্থীরা সেশনে বিভিন্ন প্রশ্ন করেন এবং প্যানেল বক্তাদের কাছ থেকে সরাসরি পরামর্শ গ্রহণ করেন। আইইউটি-র শিক্ষক ও অংশগ্রহণকারীরা এই উদ্যোগকে সময়োপযোগী ও অনুপ্রেরণাদায়ক হিসেবে অভিহিত করেন।

এই আয়োজন ব্র্যাক ব্যাংকের তরুণদের ক্ষমতায়নে প্রতিশ্রুতি ও একাডেমিয়া-ইন্ডাস্ট্রি সহযোগিতার একটি অনন্য উদাহরণ। তরুণদের ক্যারিয়ার গঠনের প্রাথমিক স্তরেই বাস্তব জ্ঞানে সমৃদ্ধ করা, তাদের আত্মবিশ্বাস ও সম্ভাবনা জাগিয়ে তোলার মধ্য দিয়েই গড়ে উঠবে আগামী দিনের নেতৃত্ব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments