Homeআন্তর্জাতিক সংবাদমেটার কোটি ডলারের বিনিয়োগ এবার যেখানে

মেটার কোটি ডলারের বিনিয়োগ এবার যেখানে

মঙ্গলবার (৮ জুলাই) বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এআই সক্ষম স্মার্টগ্লাস তৈরির লক্ষ্যে তারা ইতালিয়ান বিখ্যাত চশমা নির্মাতা এলিসরলাক্সোটিকা’র ৩ শতাংশ মালিকানা কিনে নিয়েছে।

বিশ্বজুড়ে এআই-নির্ভর ওয়্যারেবল ডিভাইসের চাহিদা বাড়ছে হু-হু করে। মেটা, অ্যাপলের মতো প্রতিষ্ঠানগুলো তাই এগিয়ে আসছে এই প্রযুক্তির দখল নিতে। এলিসরলাক্সোটিকা, যারা বিশ্ববিখ্যাত রে-ব্যান ও ওকলে ব্র্যান্ডের চশমা তৈরি করে, তাদের সঙ্গে এই বিনিয়োগ মেটার ভবিষ্যৎ পরিকল্পনারই অংশ।

রয়টার্স ও ব্লুমবার্গ থেকে জানা যায়, মেটা প্রায় ৩ বিলিয়ন ইউরো (৩.৫২ বিলিয়ন ডলার) সমমূল্যের শেয়ার কিনেছে। ভবিষ্যতে তারা মালিকানা বাড়িয়ে ৫ শতাংশ পর্যন্ত নিতে পারে বলেও ধারণা।

এর আগে, ‘রে-ব্যান মেটা স্মার্টগ্লাস’ বাজারে এনে সাড়া ফেলেছিল মেটা। স্মার্টচশমায় ছিল ক্যামেরা, স্পিকার, ভয়েস কমান্ড— সবই হ্যান্ডসফ্রি। সেই সফলতার ধারাবাহিকতায় এবার মেটা কাজ করছে ওকলে মেটা স্মার্টগ্লাস নামের একটি নতুন প্রযুক্তি পণ্যের ওপর, যেখানে থাকবে:

হাই রেজোলিউশনের হ্যান্ডস-ফ্রি ক্যামেরা
ওপেন-ইয়ার স্পিকার
পানি নিরোধক ফিচার
এবং মেটার নিজস্ব এআই সহকারী!

এদিকে, এলিসরলাক্সোটিকার প্রধান নির্বাহী ফ্রানসেসকো মিলেরি জানিয়েছেন, তাঁদের লক্ষ্য এখন স্মার্টগ্লাস উৎপাদন বাড়ানো এবং মেটাসহ অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে নতুন নতুন উদ্ভাবনে কাজ করা।

তথ্যসূত্র: রয়টার্স, ব্লুমবার্গ নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments