HomeUncategorizedরিসাইকেলড ফাইবার থেকে বৈশ্বিক সম্ভাবনা: ১৬তম ‘জেড অ্যান্ড জেড ফ্যাব্রিক উইক’

রিসাইকেলড ফাইবার থেকে বৈশ্বিক সম্ভাবনা: ১৬তম ‘জেড অ্যান্ড জেড ফ্যাব্রিক উইক’

দেশের অন্যতম শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রতিষ্ঠান জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিক্স লিমিটেড আয়োজন করেছে ১৬তম ফ্যাব্রিক উইক। প্রদর্শিত হচ্ছে অটাম/উইন্টার ২৬/২৭ এর কালেকশন। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির ডিজাইন স্টুডিওতে ইভেন্টটি ৮ জুলাই থেকে শুরু হয়েছে, চলবে ১৩ জুলাই পর্যন্ত।  

টেকসই ও উদ্ভাবনী টেক্সটাইল সমাধানে বিশ্বব্যাপী স্বীকৃত জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড তাদের ১৬তম ফ্যাব্রিক উইক এর এবারের আয়োজনে প্রদর্শিত হচ্ছে ভবিষ্যতমুখী ২৯০টি ফ্যাব্রিক কোয়ালিটি, যার মধ্যে রয়েছে ২৩০টি সম্পূর্ণ নতুন প্রোডাক্ট এবং ৬০০ অগ্রগামী টেক্সটাইল ইনোভেশন যা জাবের অ্যান্ড জুবায়ের-এর টেকসইতা, সৃজনশীলতা ও আধুনিক ডিজাইন প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করে।

১০০% রিসাইকেলড পণ্য, পাট ও আনারস ফাইবার, রিসাইকেলড পলিয়েস্টার, লিনেন ও বেনানা ফাইবার, টেনসেল, ভিসকোস ও ইকোভেরো,CICLO™, রিসাইকেল্ড ইলাস্টেন, Cyclo™ & Reco Vertex, কার্যকর ফাংশনাল ফিনিশ – অটাম/উইন্টার ২৬/২৭ কালেকশনে-এইসকল পণ্যগুলোকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।  

প্রাকৃতিক, বায়োডিগ্রেডেবল ও সার্কুলার উপাদান ব্যবহার করে টেকসই ফ্যাশনের পথে এগিয়ে যাচ্ছে জাবের অ্যান্ড জুবায়ের যেখানে আধুনিক সৌন্দর্য ও প্রিমিয়াম কর্মদক্ষতা একত্রিত।

গত স্প্রিং/সমার ২০২৬ সংস্করণে ৪৯৩ জন ইন্ডাস্ট্রি প্রফেশনাল অংশ নিয়েছিলেন। এবারের আয়োজনে ৬৫০ জনের বেশি দর্শনাই আশা করা হচ্ছে, যার মধ্যে থাকবেন আন্তর্জাতিক ক্রেতা, ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও টেকসইতা বিশেষজ্ঞগণ।

জাবের অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড-এর ডেভেলপমেন্ট ম্যানেজার মোখলেসুর রাহমান বলেন, “আমরা এবার AW ২৬/২৭ – ১৬তম ফ্যাব্রিক উইকে ট্রেন্ড অনুযায়ী যে প্রোডাক্ট গুলো প্রয়োজন সেগুলো প্রেজেন্ট করছি। তার মধ্যে রয়েছে ১০০% রিসাইকেলড পণ্য,টেনসেল, ভিসকোস ও ইকোভেরো, জুট রয়েছে। আমরা চাই বহিঃবিশ্বে সাথে এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে পারি।  এই মৌসুমে ২৩০টি নতুন ডেভেলপমেন্ট এবং ৬০০ ইনোভেশন-এর মাধ্যমে আমরা শুধু ফ্যাব্রিক নয়, অর্থবহ ভবিষ্যতের ফ্যাশন উপহার দিচ্ছি।

নোমান গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের বৃহত্তম টেক্সটাইল বিভাগ হচ্ছে জাবের এন্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড, যার বার্ষিক টার্নওভার 1.3 বিলিয়ন মার্কিন ডলার। নোমান গ্রুপ গত ৫৬ বছর ধরে দেশের টেক্সটাইল শিল্পকে নেতৃত্ব দিয়ে আসছে। জাবের এন্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড বাংলাদেশে একমাত্র প্রতিষ্ঠান যা সরকারের পক্ষ থেকে ১৩ বার ধারাবাহিকভাবে সর্বোচ্চ রপ্তানি পুরস্কার অর্জন করেছে।

২০১৭ সাল থেকে অ্যান্ড জুবায়ের ফেব্রিকস লিমিটেড  এই আন্তর্জাতিক ফ্যাব্রিক উইক আয়োজন করে আসছে। প্রতি বছরই দুবার এই আয়োজন করে প্রতিষ্ঠানটি। এই আয়োজনের মধ্য দিয়ে বিভিন্ন বায়ারের সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আন্তর্জাতিক বাজারে প্রসার ঘটছে বাংলাদেশের ফেব্রিক্স শিল্পের।

সেতু ইসরাত,উদ্যোক্তা বার্তা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments