Homeআন্তর্জাতিক সংবাদমায়ের এক ডাকে প্লেনের ইমারজেন্সি ল্যান্ডিং

মায়ের এক ডাকে প্লেনের ইমারজেন্সি ল্যান্ডিং

মাঝ আকাশে চলছে একটা বিমান। সকল যাত্রী যে যার মত ইঞ্জিনের বিজ বিজ শব্দে ভোর আবার অপেক্ষায়। কারণ আকাশের বিভিন্ন জায়গা থেকে সূর্য রশ্মি ঠিকরে ঠিকরে পড়ছিল সবার মুখে।

টেক অফ করেছিল বিমান টি ভোর ৫:৫৫ মিনিটে। ৫৫৫ সংখ্যাটি যেমন আজব ফ্লাইট টাইমটিও আজব তেমনি। আজব এক ঘটনায় বিশ্ব হতবাক। বিশ্বে নানা দুর্ঘটনায় পতিত হবার শঙ্কায় কিংবা অগ্নিকাণ্ড বা ইঞ্জিনের বিকল হবার ঘটনায় ইমারজেন্সি ল্যান্ডিং করে বিভিন্ন বিমান।

রুট ছিল চীনের গুয়াংজু থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুর। এয়ার এশিয়া AK-115 ৪ জুলাই ইমারজেন্সি ল্যান্ডিং করল, একজন মায়ের একটি কথায়।

আমার সন্তানকে বাঁচান। মা জাসিনথা ফ্লোরেনশিয়া দেড় বছরের কন্যা শিশু নাতাশাকে কোলে নিয়ে স্বামীর পাশেই বসা।

ব্রেস্ট ফিড করানোর পরেই মা বুঝতে পারলেন শিশু কন্যা নাতাশার মুখ নীল হয়ে যাচ্ছে, নিস্তেজ হয়ে পড়ছে শিশু নাতাশা। কেবিন ক্রুদের ডাকলেন মা ফ্লোরেনশিয়া। ইমার্জেন্সি অক্সিজেন দেবার অনুরোধ করলেন। ফ্লাইটে একজন ডক্টর ছিলেন।কেবিন ক্রুরা ক্যাপ্টেন সাংগেরান সুরেন্দ্রানকে অবহিত করবার সাথে সাথে ক্যাপ্টেনের ভয়েস ভেসে এলো।

ডিয়ার প্যাসেঞ্জার,
We are having an emergency landing for a baby to save her life. The flight would be diverted to the nearest airport Ho Chi min.

মাত্র আধা ঘণ্টা পর এয়ার এশিয়া ফ্লাইট। AK-115 ফ্লাইট অবতরণ করল। স্পেশাল মেডিকেল টিম, অ্যাম্বুলেন্স সব রেডি।

যে উচ্চতায় বিমান চলছিল সে উচ্চতায় ব্রেস্ট ফিডিং এর পর নি:শ্বাস নিতে পারছিল না শিশু নাতাশা। হো চি মিন গ্রাউন্ড স্টাফ এলান ভ্যু সারাটা সময় সাথেই থাকলেন।

হসপিটাল নিতেই পুরো চেকআপ এবং চিকিৎসা দিয়েই সারিয়ে তোলা হলো নাতাশাকে। এয়ার এশিয়া ফিরতি ফ্রি ফ্লাইট টিকেট দিলেন মা-বাবা ও শিশুকে।

ফ্লোরেনশিয়া ফেসবুকে এক আবেগ ঘন পোস্টে লিখলেন তার চোখে দেখা সেরা মানবিক এক ঘটনা। ক্যাপ্টেন সহ ৭ জনকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মা ফ্লোরেশনিয়া এবং এয়ার এশিয়াকে বলেন তাদের রিওয়ার্ড দেবার কথা।

ফেসবুক স্ট্যাটাসটি ইতিমধ্যে ৪৩ হাজার শেয়ার হয়েছে, রিএকশন এসেছে ২ লক্ষ ৩০ হাজার, প্রায় ১৭০০ মানুষ কমেন্ট করেন সে পোস্টে।

অনেকেই আবেগআপ্লুত হয়েছে। অনেকে অশ্রু সজল চোখে তাদের অনুভূতি জানিয়েছেন ফ্লোরেনশিয়ার পোস্টে। এয়ার এশিয়ার এই মানবিক কর্মকান্ডে প্রশংসায় ভাসছে ইন্টারভূবনে। এভিয়েশন ইন্ডাস্ট্রিতে এটি একটি ইতিহাস হয়ে রইল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments