কিউট কিন্তু একটু ভয়ংকর মুখ। ছোট্ট দেহ। বড় কান। একবার দেখলে ভুলে যাওয়ার উপায় নেই! এই অদ্ভুত দর্শনের পুতুলের নাম “Labubu” — আর এই পুতুল বানিয়ে কোটি কোটি টাকা আয় করে ফেলেছেন চীনের তরুণ উদ্যোক্তা ওয়াং নিং
POP MART নামে চীনের একটি ডিজাইনার টয় কোম্পানি বাজারে এনেছে এই পুতুল। নর্ডিক পুরাণ অবলম্বনে চিত্রগ্রন্থ থেকে অনুপ্রাণিত হয়ে লাবুবু তৈরি করেছেন শিল্পী কাসিং লুং। বইটি প্রকাশের পর চিনা খেলনা কোম্পানি পপ মার্ট ২০১৯ সালে প্রথম সংগ্রহযোগ্য লাবুবু ফিগার বাজারে আনে।
Labubu-এর বিশেষত্ব হলো:
– প্রতিটি পুতুলের ডিজাইন আলাদা
– সীমিত সংস্করণ (Limited Edition) – তাই কালেক্টরদের মাঝে ভীষণ চাহিদা
Labubu পুতুলের সবচেয়ে মজার দিক হলো—এগুলো মেলে ‘ব্লাইন্ড বক্স’-এ!
মানে, কোন পুতুলটি পাবেন তা বাক্স না খুলে বোঝার উপায় নেই। প্রতিটি বক্সে থাকে মাত্র একটি পুতুল, দাম ২০ থেকে ৩০ ডলার। যদি আপনি নির্দিষ্ট কোনো চরিত্র চান, তাহলে কিনতে হতে পারে একের পর এক বক্স।
এই রহস্যের আনন্দ থেকেই অনলাইনে গড়ে উঠেছে এক সক্রিয় কমিউনিটি—যেখানে সবাই নিজেদের সংগ্রহ শেয়ার করেন, চরিত্র বিনিময় করেন, এমনকি রেয়ার পিস খুঁজে বের করার জন্য পরামর্শও দেন।
ওয়াং নিং এই ছোট্ট ডিজাইনকে কেন্দ্র করে এমন এক বিশাল কালেক্টেবল ইন্ডাস্ট্রি তৈরি করেছেন যেখানে প্রতি মাসে লাখ লাখ ডলার আয় হয়। POP MART এখন স্টক মার্কেটে তালিকাভুক্ত এবং একাধিক দেশে শাখা রয়েছে — কোরিয়া, থাইল্যান্ড, জাপান, এমনকি ইউরোপেও।
চীনের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, Labubu সিরিজের পুতুল বিক্রি করে ওয়াং নিং ও তার কোম্পানি বছরে ৫০ মিলিয়ন ডলার (প্রায় ৫০০ কোটি টাকা)-এর বেশি আয় করছে। Labubu-এর বিশেষ রেয়ার সংস্করণগুলো কালেকশনকারীরা ৩–৫ লাখ টাকাতেও কিনছেন।
টিকটক, ফেসবুক ও ইনস্টাগ্রামে Labubu এখন বাংলাদেশি তরুণ-তরুণীদের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দু। cute, creepy আর ক্যারেক্টার স্টাইল — এই তিন মিশে তৈরি হয়েছে এক নতুন “Toy Culture”।
লাবুবু আসলে একা নয়—সে ‘দ্য মনস্টারস’ নামের এক দলে আছে। সঙ্গে আছে জিমোমো, মোকোকো, টাইকোকোর মতো আরও চরিত্র। বড় চোখ, লোমে ঢাকা শরীর আর মুখভর্তি নয়টা দাঁত—এসবই লাবুবুকে আলাদা করে তোলে। প্রতি সিরিজে বদলায় তার পোশাক আর চেহারা, তাই কালেক্টরদের আগ্রহও কখনো কমে না। গুগল ট্রেন্ডস বলছে, শুধু গত এক মাসেই লাবুবু নিয়ে সার্চ হয়েছে ২১ লাখেরও বেশি!
ওয়াং নিং প্রমাণ করেছেন — কল্পনা আর ডিজাইনের মিলনে তৈরি হতে পারে কোটি টাকার বিজনেস।
একটা ছোট্ট পুতুল দিয়ে বদলে যেতে পারে পুরো জীবন।