Homeউদ্যোক্তা সংগঠনসৃষ্টিশীলতার মঞ্চে এক বছর: বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি

সৃষ্টিশীলতার মঞ্চে এক বছর: বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি

দেখতে দেখতে ৩৬৪ দিন অতিক্রম করে ২৯ জুন, এক বছর পূর্ণ করল ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’। সে আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতেই ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’র সদস্যরা কল্যাণপুরের অভিজাত
রেস্টুরেন্ট ‘কাচ্চি মাশাআল্লাহ’তে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন। 

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর এই আড়ম্বরতায় উদ্যোক্তাদের অনুপেরণায় অনুপ্রাণিত করতে উপস্থিত ছিলেন খ্যাতিমান সংগীত শিল্পী সামিনা চৌধুরী, ফাহমিদা নবী, খ্যাতিমান পরিচালক চয়নিকা চৌধুরী এবং প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার,বিশ্বরঙ-এর কর্ণধার ও উদ্যোক্তা ভূমির সভাপতি বিপ্লব সাহাসহ মিডিয়া অঙ্গনের জনপ্রিয় মডেল ও তারকারা।

দেশের বুটিক শিল্পের মতো সম্ভাবনাময় শিল্পটি স্বাধীনতার পর থেকে আরও অনেক দূর যাওয়ার কথা ছিল। কিন্তু দেশের ফ্যাশন ইন্ডাস্ট্রি সবসময় অবহেলিত ছিল। রাষ্টীয় কোনো পৃষ্টপোষকতা না থাকায় সব দায় যেন উদ্যোক্তাদের। মুক্তবাজার অর্থনীতির দোহাই দিয়ে পার্শ্ববর্তী যত দেশ আছে সেখানকার ব্যবসায়ীরা আমাদের দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিকে দখলে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। অথচ আমাদের ফ্যাশন ইন্ডাস্ট্রির ব্যবসার সঙ্গে সম্পৃক্তরা আমাদের ইতিহাস, ঐতিহ্য, আমাদের সংস্কৃতিকে দিয়ে আমাদের নিজস্ব ইন্ডাস্ট্রি গড়ে তোলার
চেয়ে ধার করা সংস্কৃতির সাথে সম্পৃক্ত হতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তারা।

বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রির ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের গুণগত মানোন্নয়ন, বিভিন্ন সমস্যার সমাধান এবং সফল উদ্যোক্তা হয়ে ওঠার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতেই বিশ্বরঙের কর্ণধার ও প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নেতৃত্বে ২৯ জুন ২০২৪ সালে পথ চলা শুরু করে ‘বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি’।

বিশ্বরঙ উদ্যোক্তা ভূমি এর সদস্যগণ সবাই এক হয়ে প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর দিনটিকে আনন্দমুখর পরিবেশে হাসি, ঠাট্টা, গান আর স্মৃতিচারণের মাধ্যমে স্মরণীয় করে রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments