Homeউদ্যোক্তা মেলা১৩টি সৃজনশীল উদ্যোগে সেজেছে যাত্রা বিরতির উঠোন 

১৩টি সৃজনশীল উদ্যোগে সেজেছে যাত্রা বিরতির উঠোন 

সৃজনশীল,সংস্কৃতি মনা এবং বৈচিত্র্যময় দেশিয় পণ্যে সেজেছে যাত্রা বিরতির উঠান। 

১ জুন, ফেরিওয়ালার আয়োজনে শুরু হয়েছে ৫দিনের ঈদ মেলা। মেলায় রয়েছে ১৩টি দেশিয় উদ্যোগ।

ঈদের বাকী মাত্র কদিন, এবারের ঈদে সেমি পিউর হ্যান্ড স্টিচ শাড়ী কিংবা দেশিয় মোটিভে হাতের কাজের থ্রী পিস কালেকশনে রাখতেই পারেন।  যশোরের হাতের কাজের দারুণ দারুণ সব পোশাক নিয়ে এসেছে টিএম কালেকশন।

শুধু কি তাই!! তাদের রয়েছে ঐতিহ্যবাহী নকশি কাঁথা। গ্রামীণ নারীদের পরম যত্নে তৈরি হয় এই নকশি কাঁথা গুলো।

সারাদিনের ক্লান্তিছাপ দূর করতে ফ্রেস লুকের জন্য বুনো হারবাল নিয়ে এসেছে পাউডার ফেসওয়াস। ইজিলি ক্যারি করা সম্ভব যেকোনো সময় ঝটপট নিজেকে ফ্রেশ লুক দিতে পাউডার ফেসওয়াসটি কিন্তু দারুণ কার্যকরি। শুধু পাওডার ফেসওয়াস নয়, স্টুডেন্ট বাজেটে পাওয়া যাচ্ছে হেয়ার গ্রোথে কার্যকরী – বুনো রোজম্যারি এ্যাসেনশিয়াল ওয়েল আরো রয়েছে ত্বকের যত্নে সম্পূর্ণ ক্যামিকেল ফ্রি প্রাকৃতিক উপকরণে তৈরি বিউটি এন্ড হেয়ার কেয়ার প্রোডাক্ট। প্রাইজ থাকছে হাতের নাগালেই। ‘তোমাকে না লেখা চিঠিটা ডাকবাক্সের এক কোণে’

কাঠ গোলাপের সাদার মায়া’ লেখাসহ কিউট কিউট পেইন্টেড জুটব্যাগ পাওয়া যাচ্ছে মাত্র ১০০ থেকে ১৪শ টাকার মধ্যেই, ব্যাগের পেইন্টগুলো হ্যান্ডপ্রিন্ট ভেবে যে কেউ ভুল করবেন – তবে এই জুট ব্যাগগুলোতে করা হয়েছে রাবার পেইন্টিং।

আকর্ষনীয় এই প্রোডাক্ট গুলো পেতে আপনাকে চলে আসতে হবে যাত্রাবিরতির উঠানে।

আপনি চাইলে আপনার পোশাকের সাথে মিলিয়ে হ্যান্ডমেড নানান রকম জুয়েলারি পেয়ে যাবেন এই উঠোনে।

পিতলের গহনা একটু ইউনিক তবে বেশ আকর্ষনীয়। ইয়াং জেনারেশন আজকাল তাদের লাইফস্টাইলে এই ধরনের জুয়েলারি গুলো বেশ পছন্দ করছে, উদ্যোক্তারাও যুগের সাথে তাল মিলিয়ে তাদের গহনায় আনছেন ভ্যারিয়েশন। এই ধরনের ইউনিক পণ্যগুলো পেতে চলে আসুন যাত্রা বিরতির উঠোনে। ১৩টি দেশিয় পণ্যের উদ্যোগ নিয়ে ফেরিওয়ালার এই আয়োজন চলবে আগামী ৫ জুন পর্যন্ত।

সেতু ইসরাত, উদ্যোক্তা বার্তা 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments