Homeউদ্যোক্তা মেলা৪৪টি স্টল নিয়ে শুরু হয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৫

৪৪টি স্টল নিয়ে শুরু হয়েছে লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো ২০২৫

লাইট ইঞ্জিনিয়ারিং খাতের উদ্যোক্তা, ক্রেতা এবং নীতিনির্ধারকদের মধ্যে নেটওয়ার্কিং, পণ্যের পরিচিতি, স্থানীয় ও রপ্তানি বাজার-সংক্রান্ত তথ্যের বিনিময়ের সুযোগ রেখে ঢাকায় শুরু হয়েছে দুদিনব্যাপী বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং এক্সপো – ২০২৫। 

লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতি (বাইশিমাস)  ও এক্সপোর্ট কম্পিটিটিভনেস ফর জবস প্রকল্পের (বাণিজ্য মন্ত্রণালয়) যৌথ উদ্যোগে এক্সপোটি অনুষ্ঠিত হচ্ছে।

লাইট ইঞ্জিনিয়ারিং খাতের মালিকদের সংগঠন বাইশিমাস বলছে, দেশের লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পের প্রতিষ্ঠানগুলো তাদের সর্বশেষ প্রযুক্তি, যন্ত্রাংশ ও উদ্ভাবনী পণ্য নিয়ে এই এক্সপোতে অংশগ্রহণ করছে।  এতে বিভিন্ন প্রতিষ্ঠানের ৪৪টি স্টল রয়েছে।

এক্সপোতে বিভিন্ন সাব-সেক্টরের প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। যেমন মেটাল কাস্টিং, স্পেয়ার পার্টস, কৃষি যন্ত্রপাতি, অটো যন্ত্রাংশ, ডাই ও মোল্ড এবং বৈদ্যুতিক যন্ত্রপাতি।

এটি শুধু একটি প্রদর্শনী নয়, বরং একটি সোর্সিং প্ল্যাটফর্ম, যেখানে দেশীয় শিল্পপতিরা নিজেদের সক্ষমতা তুলে ধরার পাশাপাশি রপ্তানির নতুন বাজার খুঁজে পাবে।

লিখিত বক্তব্যে আব্দুর রাজ্জাক বলেন, লাইট ইঞ্জিনিয়ারিং খাত বাংলাদেশের জন্য একটি সম্ভাবনাময় ও কৌশলগত শিল্প খাত। এই খাত শুধু শিল্প খাতের ব্যাকওয়ার্ড লিংকেজ সরবরাহ করছে না, বরং দেশের কৃষি, বিদ্যুৎ, টেক্সটাইল, নির্মাণ এবং গৃহস্থালি যন্ত্রপাতির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বর্তমানে দেশে প্রায় ৫০ হাজারেরও বেশি ছোট-বড় লাইট ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান রয়েছে। এতে সরাসরি তিন লক্ষাধিক ও পরোক্ষভাবে ৩০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হয়েছে। এই খাতের অবদান দেশের জিডিপিতে প্রায় ৩ শতাংশ।৪

মিন্টো রোডের শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আগামী ২৯ ও ৩০ মে মেলাটি হবে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments