Homeআইসিটি৬৪ জেলায় হোম ডেলিভারি সেবা চালু করল ‘ক্যারিবি’

৬৪ জেলায় হোম ডেলিভারি সেবা চালু করল ‘ক্যারিবি’

যাত্রা শুরুর মাত্র দুই মাসের মধ্যে দেশের ৬৪ জেলায় নিজস্ব ব্যবস্থাপনায় হোম ডেলিভারি সেবা চালু করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘ক্যারিবি’।

প্রতিষ্ঠানটি ইতোমধ্যে ই-কমার্স ও এফ-কমার্স উদ্যোক্তাদের মধ্যে আস্থা তৈরি করতে সক্ষম হয়েছে বলে দাবি সংশ্লিষ্টদের।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘ক্যারিবি’র ভাইস প্রেসিডেন্ট জাহিদুর রহিম বলেন, ‘উদ্যোক্তারা যেন ডেলিভারি নিয়ে নয়, বরং ব্যবসা নিয়ে ভাবতে পারেন—এই লক্ষ্যেই আমাদের যাত্রা।’ প্রতিষ্ঠানটি জানায়, বর্তমানে ঢাকার বাইরে যেখানে এয়ারপোর্ট সুবিধা রয়েছে, সেখানে ‘মিড-মাইল’ পর্যায়ে পণ্য পরিবহনে ‘এয়ার কার্গো’ ব্যবহৃত হচ্ছে। শিগগিরই নির্দিষ্ট জেলাগুলোর মধ্যে একইদিনে আন্তঃজেলা হোম ডেলিভারি চালু করার প্রস্তুতি চলছে। ভবিষ্যতে দেশের বাইরেও পণ্য পাঠানোর লক্ষ্যে ক্রস-বর্ডার এক্সপানশন পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই মুহূর্তে প্রতিষ্ঠানটির রয়েছে ১২০টিরও বেশি নিজস্ব পরিবহন, শতাধিক হাব এবং প্রতিদিন ৫০ হাজার পার্সেল প্রক্রিয়াকরণের সক্ষমতা। পাশাপাশি, ৭০০ জন দক্ষ কর্মীর মাধ্যমে প্রতিষ্ঠানটি পূর্ণাঙ্গ লজিস্টিক সেবা দেওয়ার কথা বলছে।

এতে বলা হয়, ‘ক্যারিবি’র সেবার মধ্যে রয়েছে দ্রুত হোম ডেলিভারি, লাইভ পার্সেল ট্র্যাকিং, ক্যাশ অন ডেলিভারি, শতভাগ নিরাপত্তাসহ রিটার্ন ও এক্সচেঞ্জ সুবিধা এবং মাল্টি-স্টোর পিকআপ সেবা। উদ্যোক্তাদের জন্য থাকছে কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম ও ডায়নামিক প্রাইসিং সুবিধা।

ক্যারিবি কর্তৃপক্ষ জানায়, এটি কেবল একটি কুরিয়ার সেবা নয়, বরং উদ্যোক্তাদের জন্য একটি স্বচ্ছ, সহজ ও কার্যকর ‘লজিস্টিক পার্টনার’ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments