Homeউদ্যোক্তা সংগঠনসেরা বিনিয়োগকারীদের পুরস্কৃত করবে বিডা

সেরা বিনিয়োগকারীদের পুরস্কৃত করবে বিডা

দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সফল বিনিয়োগকারীদের পুরস্কার দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

এ জন্য আবেদন সংগ্রহ শুরু করেছে সংস্থাটি।

আগামী ৭ এপ্রিল থেকে তিন দিনব্যাপী বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫ শুরু হবে। সেই সম্মেলনে সেরা বিনিয়োগকারীদের পুরস্কৃত করবে বিডা।

‘এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড–২০২৫’ শীর্ষক বিনিয়োগ পুরস্কার দেশি ও বিদেশি বিনিয়োগ এবং টেকসই ও দায়িত্বশীল ব্যবসায়িক চর্চার জন্য পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ইএসজি)—এই তিন শ্রেণিতে পুরস্কার দেবে সংস্থাটি।

বিডার ওয়েবসাইট থেকে জানা যায়, গত ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ অর্থবছরে বিনিয়োগ খাতে বিশেষ অবদান এবং বিনিয়োগের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতিকে শক্তিশালী করার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের আকর্ষণীয় খাতে আরও দেশি-বিদেশি বিনিয়োগ আকর্ষণে ব্যক্তি, গোষ্ঠী বা সংস্থাকে এই পুরস্কার দেবে বিডা।

আগামী ১৩ মার্চের মধ্যে অনলাইনে মনোনয়ন জমা দেওয়ার অনুরোধ করেছে বিডা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments