Homeউদ্যোক্তা মেলাচট্টগ্রামে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

চট্টগ্রামে এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু

দেশ-বিদেশের দুই শতাধিক স্টল নিয়ে চট্টগ্রামে শুরু হলো ‘এশিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা বাংলাদেশ ২০২৫’, যা চলবে আগামী ১ মার্চ পর্যন্ত।

শনিবার নগরীর কাজীর দেউড়ি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে মেলা উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “আজ বিভিন্ন কারণে ছোট মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়েছেন। বড় বড় ব্যবসায়ী নিজেদের ফায়দার জন্য রাজনীতিকে ঢাল হিসেবে ব্যবহার করে ট্যাক্স মওকুফ করিয়েছে।

“তারা কম্প্রোমাইজ করেছেন নিজেদের স্বার্থে। কিন্তু ছোট ও মাঝারি ব্যবসায়ীদের তারা ধ্বংস করে দিয়েছেন গত ১৬ বছরে।”

শাহাদাত বলেন, “চট্টগ্রাম অনেক পুরনো নগরী। এটা বাণিজ্যের জন্য প্রসিদ্ধ ছিল। এক সময় মিয়ানমারের সঙ্গে চট্টগ্রামের একটা সংযোগ ছিল ব্যবসার। সেই ব্যবসা বাড়তে বাড়তে আন্তর্জাতিক অঙ্গনে চট্টগ্রামের সুনাম ব্যবসায়িকভাবে ছড়িয়েছে৷

“বর্তমান ধারা থেকে বেরিয়ে এসে মুক্তবাজার যে অর্থনীতি, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৫ সালের পরে উন্মুক্ত করেছেন, সেটাতে ফিরতে হবে।”

মেলায় ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, নেপাল, ইরান ও চীনের স্টল রয়েছে। মেলার প্রবেশ টিকেট ২০ টাকা। খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিয়া ট্রেড ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক ইসহাক মিয়া। এতে অন্যদের মধ্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, পাকিস্তানের ব্যবসায়ী আফসা মনসুর, ভারতের ব্যবসায়ী মিরাজ কাশ্মীর ও মেলা আয়োজক কমিটির সদস্য ফেরদৌস আহমেদ লিটন বক্তব্য রাখেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments