Homeউদ্যোক্তা মেলাকিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

কিশোরগঞ্জে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা

কিশোরগঞ্জ জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজনে শুরু হয়েছে মাসব্যাপী কিশোরগঞ্জ শিল্প ও বানিজ্য মেলা।

সোমবার  (২৭ জানুয়ারি) বিকেলে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে ফিতা কেটে ও রঙিন বেলুন উড়িয়ে এক মাসব্যাপী মেলার উদ্বোধন করেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ফৌজিয়া খান।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, জেলা জামায়াতের আমির প্রফেসর মোহাম্মদ রমজান আলীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ও চেম্বারের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

পরে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন অতিথিরা। উদ্বোধনের পর পরই মেলায় দর্শনার্থীদের ঢল নামে।

আয়োজকরা জানান, শিল্প ও বাণিজ্য মেলায় শতাধিক স্টল স্থান পেয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments