Homeউদ্যোক্তা মেলালোক কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫

লোক কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫

নারায়নগঞ্জের সোনারগাঁওয়ে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের উদ্যোগে শুরু হয়েছে মাসব্যাপী লোক কারুশিল্প মেলা ও লোকজ উৎসব ২০২৫। ১৯৯১ সাল থেকে নিয়মিত চলছে এই উৎসব। লোক কারুশিল্প ফাউন্ডেশনের পঙ্খীরাজ নাট্যমঞ্চে গত শনিবার এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ও চলচ্চিত্রকার মোস্তফা সরয়ার ফারুকী।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের উপ-পরিচালক এ.কে.এম আজাদ সরকার।

বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কাজী মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, পুলিশ সুপার মোঃ নাইমুল হক (ট্যুরিষ্ট পুলিশ) ঢাকা রিজিয়ন,সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
ও সোনারগাঁও পৌরসভা প্রশাসক ফারজানা রহমান, ফাউন্ডেশনের উপ পরিচালক এ কে এম আজাদ সরকার, সংরক্ষণ কর্মকর্তা নাসিম ইসলাম অভি, সোনারগাঁও থানার ওসি মোঃ আব্দুল বারী, বিএনপি ও জামায়াতে ইসলামী এর নেতৃবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ, ফাউন্ডেশনের অন্যান্য কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মেলায় সাধারণ স্টল ও কর্মরত কারুশিল্পী প্রদর্শনীর ৩২টি স্টলসহ সর্বমোট ১০০টি স্টল রয়েছে। প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা ৬৪ জন কারুশিল্পী এখানে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী জামদানি, মৌলভীবাজার ও মুন্সিগঞ্জের শীতল পাটি, মাগুরা ও ঝিনাইদহের শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি ও মৃৎশিল্প, কক্সবাজারের ঝিনুকশিল্প, রংপুরের শতরঞ্জি, ঠাকুরগাঁয়ের বাঁশের কারুশিল্প, কাঠের চিত্রিত হাতি-ঘোড়া-পুতুল, কুমিল্লার খাদিশিল্প, তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙ্গামাটি, বান্দরবান জেলার ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্প, কিশোরগঞ্জের টেরাকোটা পুতুল, বগুড়ার লোকজ খেলনা ও বাদ্যযন্ত্র কারুশিল্পীগণ মেলায় অংশ নিয়েছেন।

ঐতিহাসিক সোনারগাঁয়ের প্রাণকেন্দ্রে আয়োজিত এ মেলায় দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রথিতযশা কারুশিল্পীগণ জীবন-জীবিকার প্রয়োজনে তাঁদের নিজ নিজ পণ্যের পসরা সাজান। কারুশিল্পীদের সৃষ্টিশীল কর্মের উপস্থাপন, ঐতিহ্যবাহী বাউল ও লোকসংগীত, লুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলার প্রচার প্রসারের পাশাপাশি বাঙালি সংস্কৃতি লালন ও দেশীয় সংস্কৃতির পুনরুজ্জীবনে এই মেলার আয়োজন।
প্রতিদিন লোকজ মঞ্চে বাউলগান, পালাগান, লোকসংগীত শিল্পীদের পরিবেশনা থাকবে। এছাড়াও কারুশিল্পী প্রদর্শনী, লোকজ প্রদর্শনী, পুতুল নাচ, বায়োস্কোপ, নাগরদোলা, গ্রামীণ খেলাসহ বিভিন্ন পণ্য প্রদর্শনের ব্যবস্থা থাকবে। প্রতিদিন লোকজ মঞ্চে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এ ছাড়া স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় গ্রামীণ খেলা, লাঠিখেলা, ঘুড়ি ওড়ানো আয়োজনও থাকছে।

মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশন কতৃক পাঁচজন খুদ্র-নৃ-গোষ্ঠীর কারুশিল্পীকে ১ থেকে ৩ লক্ষ টাকার ব্যাংক চেক সহ এক ভরি ওজনের স্বর্ণের মেডেল প্রদান করা হয়। ১৮ জানুয়ারি শুরু হওয়া মাসব্যাপী লোক কারুশিল্প মেলা
চলবে আগামী ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments