আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী “শীত উৎসব ১৪৩১”। ঢাকার ধানমন্ডির মাইডাস সেন্টারে আয়োজিত এই উৎসবটি নানা আকর্ষণীয় আয়োজন এবং দেশীয় পণ্যের প্রদর্শনী দিয়ে সেজে উঠেছে।
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বহুমুখী লেখক মুস্তাফিজ শফি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, “দেশীয় উদ্যোক্তাদের প্রচেষ্টা এবং সৃজনশীলতার প্রকাশ ঘটানোর এমন আয়োজন অত্যন্ত প্রশংসনীয়। এই মেলার মাধ্যমে দেশীয় পণ্য ও সংস্কৃতি আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে।”
শীত উৎসবটি বিশেষভাবে সাজানো হয়েছে ৬০ জন উদ্যোক্তার অংশগ্রহণে। এখানে রয়েছে বিভিন্ন ধরনের দেশীয় পণ্য, শাড়ি, থ্রিপিস, কুর্তি, বাচ্চাদের পোশাক, কসমেটিকস, হাতেতৈরি জুয়েলারি, এবং দেশীয় সুগন্ধি। ঘরোয়া খাবার থেকে শুরু করে প্রোডাক্টস ও উপহার সামগ্রী।
উৎসবে অংশগ্রহণ করেছেন বেশ কয়েকজন পরিচিত মুখ। রুবায়েত ফাতিমা তনি, ডা. নুসরাত জাহান, লিজা রহমান লিন, বর্ষা চৌধুরীসহ আরও অনেক উদ্যোক্তা ও প্রভাবশালী ব্যক্তিত্ব মেলায় উপস্থিত রয়েছেন। শিশুদের জন্য রয়েছে ফ্রি মেহেদি উৎসব যা মেলাটিকে করেছে আরও আকর্ষণীয়।
তিনদিন ব্যাপি উৎসবটি চলবে সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা পর্যন্ত। মেলায় আসা ক্রেতারা কেনাকাটার পাশাপাশি বিনোদনের সুযোগও পাচ্ছেন। দেশীয় ইনফ্লুয়েন্সারদের উপস্থিতি মেলাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
এই মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় রয়েছে, ডেলিভারি পার্টনার-বাহক কুরিয়ার, সিলভার স্পনসর-সিম্পল হোয়াইট বিডি,
ট্রাভেল পার্টনার-সিগনেচার হলিডেজ বাংলাদেশ,বিউটি অ্যান্ড ওয়েলনেস পার্টনার-লা মানো ডার্মা অ্যান্ড লেজার মেডিকেল ও মেহেদি পার্টনার হিসেবে রয়েছেন এম.এস. নাইমা – হেনা আর্টিস্ট।
আয়োজক “নুসরাত আক্তার লোপা” এবং “মাইশা আতিকা” জানান, শীত উৎসবটি উদ্যোক্তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যেখানে তারা তাদের পণ্য সরাসরি ক্রেতাদের কাছে পৌঁছানোর সুযোগ পাচ্ছেন। এর পাশাপাশি দেশীয় পণ্যগুলোর প্রচার ও প্রসার আরও বৃদ্ধি পাচ্ছে।
তারা আরও বলেন, এই মেলার মূল উদ্দেশ্য দেশীয় পণ্যের প্রচারণা এবং উদ্যোক্তাদের সৃজনশীল কাজকে সবার সামনে তুলে ধরা। একইসঙ্গে উৎসবটি পরিবার এবং বন্ধুদের সঙ্গে সময় কাটানোর একটি দারুণ সুযোগ তৈরি করবে।
দেশীয় পণ্য ও উদ্যোক্তাদের আনন্দ উদযাপনের দারুণ সুযোগে রয়েছে বিভিন্ন পণ্যের উপর বিশেষ ছাড়, ১০% থেকে Buy 2 Get 1 পর্যন্ত।
হাবিবুর রহমান,উদ্যোক্তা বার্তা