নীলফামারীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) এর আয়োজনে দশদিন ব্যাপী ‘বিসিক বিজয় মেলা’ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের বড়মাঠে ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
পরে একটি আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান।
এছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন বিসিক নীলফামারী জেলা কার্যালয়ের উপ-ব্যবস্থাপক নুরেল হক। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর বক্তব্য দেন। আগামী ২৭ডিসেম্বর শেষ হবে এই মেলা।
ডেস্ক রিপোর্ট,উদ্যোক্তা বার্তা